নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

পাপের বোঝা

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮


ইসি ভাবে উদার হবে খুলে দেবে দ্বার
হল্যাকারী পার পাবেনা আর পাবেনা ছাড়
লেভেল প্লেয়িং ফিল্ড করে সে দেখিয়ে দিতে চায়
এমন ইসি এই জগতে দ্বিতীয়টি আর নাই।

ভাবতে ভাবতে তন্দ্রা এলো ঘুমের ঘোরে দেখে
সিনহা বাবুর খোলা চিঠি ইসির প্রতি লেখে
ভুল করোনা ইসি বাবু আমার কথা ভাবো
কী করিনাই সব করেছি শান্তি এলো নাকো।

চিঠিখানা মাঝপথে আর তন্দ্রা গেল ছুটে
ইসি বাবু ঘামছে এবার কপালে কী জুটে
মাঝ দরীয়ায় ভাসছে তরী, তীরে ধানের শীষ
পাপের বোঝায় পাহাড় জমে খুঁজছে এবার বিষ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


'লেভেল প্লেইং ফিল্ড' শব্দটি শুনতে ভালো লাগে

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

বাকপ্রবাস বলেছেন: সমান হওয়া সম্ভব নয় তবে যতটুকু পারা যায় নিরপেক্ষ থাকার চেষ্টা ভাল, বর্তমান অবস্থা খুবই নাজুক। ইসির নিরপেক্ষ থাকার ইচ্ছা আছে বলে মনে হয়না

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: নির্বাচনে অবশ্যই সমতল ফিল্ড দরকার, নইলে আমাদের সাধারণের কোন মূল্যই থাকবে না।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

বাকপ্রবাস বলেছেন: সমতল হবার কোন সম্ভবনা দেখছিনা

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

হাবিব বলেছেন: আসলেই কি হবে??

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

বাকপ্রবাস বলেছেন: সম্ভবনা দেখছিনা

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
আপনি একজন উজ্জল প্রতিভা।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

বাকপ্রবাস বলেছেন: "আমি যেদিকেই ঝুঁকিনা কেন অন্যের চিন্তার প্রতি সহনশীল," আপনার এমন মনোভাব ও কমেন্ট আমার খুব ভাল লাগে।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

ঢাবিয়ান বলেছেন: ইসিতো সরকারের বেতনবুক চাকর। তারা সেটাই করবে যেটা তাদের নির্দেশ দেয়া হবে।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

বাকপ্রবাস বলেছেন: বিবেকটা একটু খরচ করলে চলতো, দেশের প্রতিওতো একটু দায়বদ্ধতা থাকা দরকার

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমাদের পিচ ভাল না । তাই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সম্ভব না ।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪১

বাকপ্রবাস বলেছেন: ৫০% হলেও চলতো

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

সাইন বোর্ড বলেছেন: একজন মানুষের কাছে পাপ তখনই বোঝা যখন সে পাপকে পাপ মনে করে । যাইহোক, পাপ যেই করুক তবে প্রায়শ্চিত্ব করছে এখন পুরো জাতি ।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪২

বাকপ্রবাস বলেছেন: এমন নির্লজ্য দালালী, বিবেকহীনতা কী করে সম্ভব অবাক লাগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.