নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয় ছেলেরা আয় মেয়েরা
ভোটের মাঠে যায়
ত্রিশ তারিখ সকাল বেলা
ভোট পাহারা চাই।
আয় ছেলেরা বাপ দাদারা
আয়রে ছুটে ছুটে
ভোট ব্যালটে প্রমাণ হবে
স্বদেশ কারা লুটে।
আয় মেয়েরা মা খালারা
আয়রে দলে দলে
ভোট প্রদানে আসলে বাঁধা
কানটা দেব মলে।
আয়রে শহীদ একাত্তরের
আয়রে গাজী আয়
দেশটা আবার গড়তে হবে
সেই চেতনা চাই।
আয়রে যারা গুম হয়েছে
লাশ উঠেছে ভেসে
ত্রিশ তারিখ হিসেব হবে
মুক্ত বাংলাদেশে।
আয়রে বিবেক জনেজনে
নাইতো সময় নাই
ত্রিশ তারিখ ভোট ব্যালটে
দেশটা গড়বি আয়।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬
বাকপ্রবাস বলেছেন: বাঁশ দিয়ে ইমারত গড়ার উন্নয়ন চাইনা
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪
কিরমানী লিটন বলেছেন: অনেক সুন্দর, ভালোলাগা খু উ ব...
১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১
বাকপ্রবাস বলেছেন: উন্নয়নের দোহায় দিয়ে মানুষে অধিকার রুদ্ধ করার ভোট জনতা রুখে দেবে বলে আশা করি
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
আরোগ্য বলেছেন: সিইসি তো পক্ষপাত করছে , ভোটের কি নিশ্চয়তা?
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
বাকপ্রবাস বলেছেন: গণজোয়ার হলে সব ভেসে যাবে, সবাইতো প্ল্যান করে থাকতে চেয়েছিল, এরশাদ চেয়েছিল, খালেদা চেয়েছিল, হাসিনাও চাচ্ছে, কিন্তু ক্ষমতাতো থাকেনা
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবার অংশগ্রহণই পারে একটা সুষ্ঠু নির্বাচন সফল করতে।
ঘরে বসে না থাকে চলে আসুন নিজ দায়িত্ব মনে করে।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
বাকপ্রবাস বলেছেন: হুম, সবাই উপস্থিতি বদলে দেবে পরিস্থিতি
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো ।
শুভকামনা প্রিয় প্রবাসীভাইকে।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
বাকপ্রবাস বলেছেন: চলছে ছড়া চলবে
মুক্তির কথা বলবে
৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ভালো লাগলো ।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
বাকপ্রবাস বলেছেন: ভোট আমার অধিকার
ভোট দিতে চাই
এই ভোটটা কাইড়া নিলে
রুখে দেব তায়
৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
নজসু বলেছেন:
ছড়া ছন্দে
ভালো মন্দে।
লাগলো বেশ
কাটলো রেশ।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
বাকপ্রবাস বলেছেন: ছড়া হোক যেমন তেমন
নির্বাচনটা হোক
জয় বাংলা, বাংলার জয়
চেতনায় রউক
৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
আরোগ্য বলেছেন: যাক হাবিব ভাই আপনার উত্তরে আশ্বাস পেলাম।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১
বাকপ্রবাস বলেছেন: আয় আরোগ্য যোগ্য যারা
ভোটটা দিব তাকে
গণঅধিকার চাই, ভোট দেব তায়
রক্ষা করব মা'কে
১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮
রাজীব নুর বলেছেন: আমি যদি এরকম লিখতে পারতাম!
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২২
বাকপ্রবাস বলেছেন: আপনি যাহা লিখেন রোজ সাগর আমার কাছে
সেই সাগরে পুটি ছড়া তিড়িং বিড়িং নাচে
১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫২
ল বলেছেন: সে রকম একটা ছড়া দাদা,
শুভ কামনা।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১২
বাকপ্রবাস বলেছেন: সেই রকম ধন্যবাদ জানবেন দাদা
১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৬
কথার ফুলঝুরি! বলেছেন: দারুন ছড়া ভাইয়া
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২২
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু
১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
হাবিব বলেছেন:
বেশ বেশ বেশ,
ভোটে ভাসবে দেশ!
১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১
বাকপ্রবাস বলেছেন: ভাসতে ভাসতে গণতন্ত্র
হল যে নিশেষ
১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
যবড়জং বলেছেন: সুন্দর বাহ্ বেশ শুন্দর ।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।