| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
-১-
সবাই যখন ভোটের মাঠে
দিচ্ছে সবার মত
আমার ভোটে প্রাধান্য পাবে
রাষ্ট্র মেরামত।
 
-২-
কাকে দেব ভোটটা এবার
কার কতো গুণ
হিসেব করি দশ বছরে
৩৮ হাজার খুন।
-৩-
ভোটটা এবার কাকে দেবেন
ভেবে দেখুন মামা
একটু ভাবুন ভল্টের সোনা
কে করে দেয় তামা।
-৪-
১৫০০ হাজার কোটি টাকা 
শেয়ার বাজার লুট
নিজের কাছে প্রশ্ন করুন
কাকে দেবেন ভোট?
-৫-
রিজার্ভ চুরি ৮০০ কোটি 
যে নিলনা দায়
তাকে কী আর লুট করার
ভোট দেয়া যায়?
 
২০ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:১৬
বাকপ্রবাস বলেছেন: রাষ্ট্র মেরামতের কাজ চলছে, অংশগ্রহণ করুন ![]()
২| 
২০ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:২০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার
 
২০ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:০২
বাকপ্রবাস বলেছেন: তথ্যগুলো নিপাট সত্য
গল্প বলছিনা
ভোটের আগে মিষ্টি কথায়
আর গলছিনা।
৩| 
২০ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: আহা জনগন অনেক পাকনা। তাদের সব দিকেই চোখ আছে।
 
২০ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:০৩
বাকপ্রবাস বলেছেন: বিরোধে জোটে বিএনপি
বিশ্বাস করা দায়
যোদ্ধা কাদের কামালরা আছে
একটু স্বস্তি পাই।
৪| 
২০ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৩১
ব্লু হোয়েল বলেছেন: কয়লা<ময়লা<পাথর ???
 
২০ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৯
বাকপ্রবাস বলেছেন: আওয়ামিলীগ 44.2%
বিএনপি 31.7%
জাতীয় পার্টি 5.8%
জামাত 4.8%
অন্যান্য 13.5% 
প্রাক্তন সিনহাবাবুর তথ্য মতে হিন্দুদের সম্পত্তি দখলে রাজনৈতিক গলগুলো ভোগ দখলের চিত্র
৫| 
২০ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২০
কথার ফুলঝুরি! বলেছেন: কঠিন প্রশ্ন । কাকে দিবো ভোট ?
 
২০ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৫
বাকপ্রবাস বলেছেন: বিএনপিকে না, ড.কামালকে দিব (যদিও ভোটার হইনি)
৬| 
২৬ শে ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:০৫
খায়রুল আহসান বলেছেন: ভালই লিখেছেন ভোটকাব্য নির্বাচনের মাত্র দশ দিন আগে। ভোটারগণ এতে হয়তো কিছু টিপস পাবেন, যদিও এ নির্বাচনটাকে শুধুই একটি ভোট ভোট খেলা বলে মনে হচ্ছে। ভোটারগণ যাকেই ভোট দিন না কেন, ফলাফল পূর্ব-নির্ধারিত!
 
২৬ শে ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:২০
বাকপ্রবাস বলেছেন: চরম হতাস এমন নির্লজ্ব ভোট ব্যাবস্থায়।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৮
আরোগ্য বলেছেন: হাবিব ভাই আপনি পারেনও বলতে হবে। সাহসী কবিতা।