| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
তোমার ছেলে ভয় পায়না, 'মা',
ভয় জানেনা
তোমার ছেলে জেল জুলুমে
হাল ছাড়েনা।
বুলেটে বুক বিদ্ধ হোক
বিদ্ধ হোক
ভয় আতংকে ঢাকবেনা সে
বিবেক, চোখ।
গণতন্ত্র, ন্যায়ের শাসন
আনবে ফিরে
তোমার ছেলের শপথ এবার
দেশকে ঘিরে।
ডিসেম্বরের ৩০ তারিখ
আঠার সন
ভোট, ব্যালটের মুক্তি হবে
এটাই পণ।
শেকল ছিড়ে মুক্ত হবে
দেশটা আবার
দেখে নিও জয় হবেই 
আম জনতার।
 
২২ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪৭
বাকপ্রবাস বলেছেন: থাকতেই হবে, যে দেশ যুদ্ধ করে স্বাধীন হয়, সেই দেশে সাহসি সন্তান জন্মাবেই
২| 
২২ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৫৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: থাকতেই হবে, যে দেশ যুদ্ধ করে স্বাধীন হয়, সেই দেশে সাহসি সন্তান জন্মাবেই  
জয় বাংলা।
 
২২ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৩
বাকপ্রবাস বলেছেন: বাংলার জয় হোক
৩| 
২২ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৫
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:০৭
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন বড়ভাই
৪| 
২২ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:০৭
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু
৫| 
২২ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দর স্বপ্ন! 
গণতন্ত্র মুক্তি পাক
আমজনতার মুক্ত হোক।
+++
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:০৮
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন বড়ভাই, নিক ছবিটা দারুণ লাগছে
৬| 
২২ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:৫১
হাবিব  বলেছেন: প্রিয় মিতাজি......
প্রবাসে কেমন আছেন?
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:০৯
বাকপ্রবাস বলেছেন: আছি আলহামদুলিল্লাহ, একটু বেশী ব্যস্ত সময় কাটে
৭| 
২২ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩১
ইসিয়াক বলেছেন: সুন্দর
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:০৯
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন ইসিয়াক ভাই
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: বাংলা মায়ের একদল সাহসী সন্তান আছে।