নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ভোট এবং উন্নয়ণ ফাঁদ

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭


উন্নয়নের বাঁশি
শুনি আর হাসি
দূর্নীতির চিত্র
আসুন ঝেড়ে কাশি।

রিজার্ভ চুরি, ব্যাংক লোপাটে
জিডিপি বাড়ার গল্প
আসুন একটু ঘেটে দেখুন
আলাপ করি অল্প।

দূর্নীতির টাকা হাতেহাতে
যতো লাড়েচারে
হোকনা সেটা মন্দ কাজে
জিডিপিও বাড়ে।

লুটপাট আর অর্থ পাচার
বানের মতো যায়
রাজা এবার ঢেকুর তুলেন
মাথা পিছু আয়।

খাচ্ছে যারা ফুলছে পেট
গোবেচারা ভাবে
আধপেটে হোক, গেছে এ'বেলা
ওবেলায় কী খাবে।

অসত্য আর মিথ্যার জোয়ার
নটনটির দল
ভোট বাজারে গাইছে কোরাস
চাটছে রাজার মল।

ভোটের আগে আমজনতা
মনে মনে ভাবে
পুটকি মারার এমন সুযোগ
কখনো কী পাবে?
---
বি.দ্র. প্রথম আলো লিংক: view this link

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:



আপনি শেখ হাসিনাকে পরাজিত করে ছাড়বেন, দেখছি

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১২

বাকপ্রবাস বলেছেন: হা হা হা বিএনপি ক্ষমতায় এলে আমি তখন খালেদা বিরোধী হব কথা দিলাম, কারন খাসিলত সবাই ১৯/২০ তবে ন্যায় পক্ষে থাকব

২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১

হাবিব বলেছেন: এক্কেবারে ময়ূর তন্ত্রনিয়ে হাজির হলেন দেখি...

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১২

বাকপ্রবাস বলেছেন: হা হা হা

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: ইদানিং দেখা যাচ্ছে সিনেমার নায়ক নায়িকাও উন্নয়নের কাহিনি প্রচার করছে।
উন্নয়ন প্রচার করার জন্য দেশের সাধারন জনগন নেওয়া হচ্ছে না কেন?

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৫

বাকপ্রবাস বলেছেন: রাজীব ভাই কিছু কিছু ব্যাপার সাদামাটা হলেও এগুলো ব্যাবহার খুব খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করে, এগুলো অনেকেই ভাবেনা বা দলান্ধ হয়ে বুঝতে চায়না, নায়ক নায়িকারা রাজনীতিতে আসুক ক্ষতি নেই, যেমন শমি কায়সার আগে থেকেই লেগে আছে, ওনি থাকুক, তারানা আসুক যেহেতু আগেই ঢুকেছে, কিন্তু এখন যারা লেজুড়বৃত্তি করছে সেটা ভাল নয়, কথাটা বিএনপির বেলায় ও প্রযোজ্য। আওয়ামিলীগ একটু বেশী ট্রাম কার্ড প্লে করতে চাইছে সেটা ভাল নয়, এগুলো ভাল উদাহরণ নয়, ট্রাম খেলতে খেলতে এখন পুলিশও বলছে নৌকায় দিতে হবে ভোট।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: ইদানিং দেখা যাচ্ছে সিনেমার নায়ক নায়িকাও উন্নয়নের কাহিনি প্রচার করছে।
উন্নয়ন প্রচার করার জন্য দেশের সাধারন জনগন নেওয়া হচ্ছে না কেন?

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭

বাকপ্রবাস বলেছেন: মোদ্দা কথা হলে একটা বড় ইনভেস্টম্যান্ট হয়েছে এবং আওয়ামিলীগ তাদের ব্যবহার করছে, এটা ভাল উদাহরণ নয়, এগুলো চালাকি। না করতে পারলে ভাল

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩

নজসু বলেছেন:




প্রিয় ছড়াকারের ছড়ায় অপ্রিয় শব্দ। :-B

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৮

বাকপ্রবাস বলেছেন: হুম, এটা লেখার অনেক পর পোষ্ট করলাম, এই শব্দটা নিয়ে চিন্তায় ছিলাম দেব কী দেবনা, তবে আমি আরো একজনকে দেখলাম এমনই একটা মন্দ কথা সে বলে ফেলেছে, কারণ হলো এমন নির্লজ্ব শাসন আর ভোট ব্যাবস্থার পর অনেকেই নিজেকে আর ধরে রাখতে না পেরে এমন আচরণ শুরু করেছে। আমিও করে দিলাম, তবে এটা ভাল আচরণ নয়, আমি চেষ্টা করব যাতে এমনটা আর না হয়, তবে এটা এডিট করছিনা

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৪

হাবিব বলেছেন: আপনি শেখ হাসিনাকে পরাজিত করে ছাড়বেন, দেখছি......... :P

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০

বাকপ্রবাস বলেছেন: গণতন্ত্র ও ব্যাক্তি স্বাধীনতার স্বার্থে এবারে এটা হওয়া প্রয়োজন হয়ে পড়েছে, বিএনপি বা জামাত এর প্রতি আমার বিশেষ আগ্রহ নাই, তবে ড.কামালরা থাকার দরুণ তারা বেপরোয়া হবেনা সেটা আশা করি, যার প্রতিফলন তাদের নির্বাচনী ম্যানোফেষ্টোতে দেখেছি, বাকিটা সময় বলে দেবে

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

করুণাধারা বলেছেন: চমৎকার লিখেছেন!!!

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ রইল কিন্তু

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৩

কবীর হুমায়ূন বলেছেন: আপনার ছড়াটি পড়লাম। এটি পড়েই একটি মন্তব্য করতে গিয়ে একটি আস্ত ছড়া লিখেই ফেলেছি। পোস্ট দিয়েই দিলাম। আপনার বিশ্বাসকে আকড়ে ধরে লেখা ছড়াটি ভালো হয়েছে। শুভ কামনা।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

বাকপ্রবাস বলেছেন: আসসালামু আলাইকুম। ছড়াটি অবশ্যই পড়তে হবে, যাচ্ছি সেখানে

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১২

সাইন বোর্ড বলেছেন: ভোট নয়, ভোট ভোট খেলা ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

বাকপ্রবাস বলেছেন: বন্ধ হোক এ বেলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.