| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
ভোটের মাঠে ঘুরছে নেতা
যাচ্ছে দ্বারেদ্বারে
এমন নেতাই উন্নয়নের 
জোয়ার আনতে পারে।
ভোটের মাঠে ঢালছে নেতা
নতুন টাকার নোট
শর্ত নেতার আর কিছু নয়
চাইছে কেবল ভোট।  
ভোটের মাঠে খেলছে নেতা
হরেক রকম খেলা
সংখ্যালঘুর ঘর পুড়েছে
সান্তনা দেয় মেলা।
ভোটের মাঠে গাইছে নেতা
দারুণ মমতায়
জান দিয়ে সে করবে সেবা
আসলে ক্ষমতায়।
ভোটের পরে ঢালছে নেতা
গেলাশ ভরা মদ
ঢুলতে ঢুলতে হচ্ছে নেতার
প্রতিশ্রুতি রদ।
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:০৭
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন অরণি, আপনার ওয়ালে গিয়েছিলাম, কিছুই লেখা হয়নি হা হা হা
২| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:১০
যোখার সারনায়েভ বলেছেন: দারুন।
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৫
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন যোখার সারনায়েভ ভাই
৩| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৬
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল আপুনি
৪| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:২৯
কবীর বলেছেন: ভালো লিখেছেন! ![]()
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৬
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন কবীর ভাই
৫| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৩
নীল আকাশ বলেছেন: রংগলীলা কত দেখলাম 
গেল কত মাল, 
উন্নয়নের  নামে ঢোকাবাজী
চলবে কত কাল?
ছড়া তো দারুন হয়েছে, গুরু।  
শুভ কামনা রইল!
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৫৮
বাকপ্রবাস বলেছেন: ভোটের খেলা সবাই খেলে
কম আর বেশী
ফার্মের মুরগী ধরিয়ে দিয়ে
বলে খাটি দেশী
৬| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ।
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৫৯
বাকপ্রবাস বলেছেন: খুব কইরা ধন্যবাদ রইল রহমান ভাই
৭| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৪৫
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:০০
বাকপ্রবাস বলেছেন: লালপরী নীলপরি
সবার সাথে ভাব করি
নির্বাচনে জিততে হলে
কালোকেও জড়িয়ে ধরি
৮| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আগে ভোট দিন পরে দেখা যাবে  ![]()
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:০১
বাকপ্রবাস বলেছেন: এইবার ভোট দিলেই হবেনা, সেইটা রক্ষা করাও জরুরী হয়ে পড়েছে
৯| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:১৫
চাঁদগাজী বলেছেন: 
আপনার ছড়ার কারণে, স্বয়ং শেখ হাসিনার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:১৯
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা হাসিনা দাঙ্গা হাঙ্গাম বন্ধ করে দিলে ওনাকে নিয়ে সুন্দর একটা ছড়া লিখার মনোবাসনা আছে
১০| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:৩৬
সমালোচক মন্তব্যকারী বলেছেন: ইয়াবা বদির বউ যদি আওয়ামী লীগের প্রার্থী হয়, তাহলে মাদক বিরোধী অভিযান কার বিরুদ্ধে ?
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:৪৩
বাকপ্রবাস বলেছেন: যারা মাদক খায়না তাদের বিরুদ্ধে
১১| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:৫৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতায় নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী চিত্র স্পষ্টভাবে ফুটে ওঠেছে।
শুভেচ্ছা ভাইজান।
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৫
বাকপ্রবাস বলেছেন: ভালবাসা রইল অফুরন্ত
১২| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৭
আরোগ্য বলেছেন: কি ভাই লাইক দিতে ব্লগারদের কষ্ট হয় কেন?
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৫
বাকপ্রবাস বলেছেন: আমি নিজেও নিয়মিত নই, অন্যের পড়া পড়তে পারিনা, মাথা কাজ করেনা কাজের ঠেলায়
১৩| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
মজার হইছে !!
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৬
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা আর ভালবাসা জানবেন নূর ভাই
১৪| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৯
আরোগ্য বলেছেন: এই ছড়ায় এত কম লাইক দেখে এমন মন্তব্য করলাম।
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৪
বাকপ্রবাস বলেছেন: আসলে সবাইতো ব্যস্ত থাকে, সেই কারণেও অনেকে লাইক কমেন্ট দিতে পারেনা, এটা ব্যাপারনা।
১৫| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৪
হাবিব  বলেছেন: সুন্দর এবং লাইক
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৪
বাকপ্রবাস বলেছেন: ভালবাসা ভালবাসা
১৬| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় প্রবাসী ভাই,
 ছড়া বেশ মজার  হইছে । খাসা রঙে রসে পরিপূর্ন। 
শুভকামনা ও ভালোবাসা জানবেন। 
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৫
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা ও ভালবাসা জানবেন বড়ভাই
১৭| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৮:১২
রাজীব নুর বলেছেন: আমার ভোট, আমি কাউরে দিমু না।
 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৮:৩৬
বাকপ্রবাস বলেছেন: এটাও একটা অধিকার, তবে আপনার ভোট অন্য কেউ দিয়ে দিলে হিতে বিপরীত হবে
১৮| 
২৫ শে ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:৫৫
সনজিত বলেছেন: ভালো লাগছে! তাই +++
 
২৫ শে ডিসেম্বর, ২০১৮  সকাল ১১:৪৫
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন সনজিত দা
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:০২
অরণি বলেছেন: সুন্দর কবিতা।