| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
চাচা যখন এসেই গেছে
চিন্তা কী আর ভাই
দেখুন এবার কেমন মজার
ডিগবাজিটা খায়।
সকাল বেলা 'হা' ছিল যা
বিকেল বেলা 'না'
সন্ধ্যে বেলা উল্টে আবার
'হা' বলেছি 'হা'।
চাচী বলে অনেক হল
দুষ্টু আমার বর
রাত হয়েছে খেতে আসো
খাঁটি দুধের সর।
সর খাবনা মধু খাব
মধু খাবনা সর
মাঝরাতে আর কী খেতে চায়
চাচীর মনে ডর।
জিগাবাজি এক দিয়ে চাচা
খুলল সদর দ্বার
চাচীর সাথে দিন কাটেতো
রাত কাটেনা আর।
 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৫
বাকপ্রবাস বলেছেন: ফাটাফাটি হইসে নূর ভাই, দারুণ দারুণ
২| 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:২৭
কবীর হুমায়ূন বলেছেন: ভালো লিখেছেন ছড়া।
সত্য কথার বড়া।
শুভ কামনা
 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৬
বাকপ্রবাস বলেছেন: নেট স্লো, আপনার গতকালের গণতন্ত্রের কবিতাটায় কমেন্ট করতে গিয়ে হয়ে উঠেনি মনে হয়, কমেন্ট যাচ্ছিলান, এক একটা ভোট এক একটা ইট ইমারতের, দারুণ কথা ছিল। শ্রদ্ধা আর ভালবাসা জানবেন বড়ভাই
৩| 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: ভোট চাই সবলের দোয়া চাই দুর্বলের। 
বিদ্রঃ দুর্বলরা ঘরে বসে দোয়াদরুদ পড়ুন।
 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৩২
বাকপ্রবাস বলেছেন: দূর্বলরা পেরে উঠে পারছেনা তায় বলে যেন জুলুমবাজদের গান না গায় সেটা বোধটা যেন সবার হয়।
৪| 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:০৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: হামাক চাচা কে লিয়া যা ইচ্চা তাই লিখেন লেকিন চাচী ভী সাচ্চা আওরাত হ্যায়! যো কুচ হুয়াতা সব কুচ মেরা পল্টিবাজ চাচা কারগিয়া।
 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৩২
বাকপ্রবাস বলেছেন: হা হা হা আপকা চাচা জিন্দাবাদ হ্যায়
৫| 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:২৭
নীল আকাশ বলেছেন: শুভ সকাল ভাই,
বিশ্ব বেহায়ার পাছার কাপড় তো দেখি খুলে দিলেন দেখছি। 
ছড়া সেই রকম হয়েছে এবং নূরু ভাইয়ের অংশটাও চমৎকারে লেগেছে।
শুভ কামনা রইল!
 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৩৩
বাকপ্রবাস বলেছেন: হুম, নূর ভাই এরটা ফাটাফাটি হল। আপনাকে শুভেচ্ছা, ধন্যবাদ, জয় হোক বাংলাদেশে, গণতন্ত্রে, মানবাধীকার এর। মেরুদন্দ শক্ত করে দাঁড়াক বাংলাদেশ।
৬| 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৩৩
আমপাবলিক বলেছেন: চমৎকার লিখেছেন ভাই।
 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৩৭
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন আমপাবলিক
৭| 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৩৭
হাবিব  বলেছেন: 
চাচার অনেক বয়স তাই মনে থাকে না
সকাল বেলা হ্যাঁ বললে রাতে বলে না........
সকাল বেলা পান্তা খেয়ে বলে পোলাও গোস'
চাচীরা কেউ নিচ্ছে না আর এমন চাচার খোঁজ........
 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪২
বাকপ্রবাস বলেছেন: ঘরে চাচী চাচা ঘুরে পরের দ্বারে দ্বারে
চাচী কেমনে চাচার খবর নিতে বলুন পারে
৮| 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চাচারা এলহন পারার দোকানের বিশিষ্ট রাজনীতিবিদ। রাতে উনারে কিসে টানে ভায়া? ![]()
 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪৭
বাকপ্রবাস বলেছেন: হা হা হা রাইতে চাচার অন্য কাম
বললে গেলে বলে থাম 
 
৯| 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪৫
হাবিব  বলেছেন: 
এক চাচীতে মন ভরেনা তাইতো এমন কাজ
চাচা আমার শেষ বয়সে পড়বে প্রেমের তাজ
 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৪৮
বাকপ্রবাস বলেছেন: এক পা কব্বরে তার অন্য পা দিল্লী
চাচীর ভাগে জুটলনা আর, বিল্লি
১০| 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১:৫০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: থাইমা যান তাহলে! সামনে এগুবেন না! ![]()
 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৩:৪১
বাকপ্রবাস বলেছেন: চাচারে থামন যায় নাকি দেখি, চাচা থামলে গণতন্ত্রটা একটু আওগায় যাইতো
১১| 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:১৪
যোখার সারনায়েভ বলেছেন: চাচা কিন্তু বড্ড রসিক !
 
২৯ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:২২
বাকপ্রবাস বলেছেন: হুম রসে টুইটম্বুর
১২| 
৩১ শে ডিসেম্বর, ২০১৮  সকাল ৯:২৯
সোহানী বলেছেন: ভালোলাগা ছড়ায়......
 
৩১ শে ডিসেম্বর, ২০১৮  বিকাল ৪:৪৭
বাকপ্রবাস বলেছেন: খুব কইরা ধন্যবাদ রইল কিন্তু
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাঝ রাতের খাবার শখ
মিটবে কি আর চাচার!
দুধ খাবেনা মধু খাবে
নাকি আমের আচার।
কোনটা রেখে কোনটা খাবে
ভাবছে বসে চাচায়!
রাত দুপুরে ডিগবাজী খায়
উঠতে গিয়ে মাচায় !!