নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

নির্বাচন একাদশ

৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬


নির্বাচনটা খেয়ে বাবু
আটকে গেছে গলায়
হেমিওপ্যাথে কাজ হলনা
নামলনা আর তলায়।

ওপার হতে আসল দাদা
মস্ত কবিরাজ
বলল দেখি হা করে থাক
খাবার বন্ধ আজ।

হাতপা ছুড়ে কাঁদছে বাবু
আর খাবেনা আর
চৌদ্দের মতো আঠারটাও
হলে এবার পার।


মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

তারেক ফাহিম বলেছেন: :| :( :((

৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

বাকপ্রবাস বলেছেন: এমন ভন্ড নির্বাচন
গণতন্ত্র, মানবাধিকার নির্বাসন

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন ছবিপু

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

হাবিব বলেছেন: .......ছড়াতে পেলাস দিলুম.+

৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

বাকপ্রবাস বলেছেন: মন ভইরা পেলাস নিলুম

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

আরোগ্য বলেছেন: হাবিব ভাই একটু সাবধান হন। ডিজিটাল আইন এই বার আরও কড়া হবে। আমরা যতই লেখালেখি করি কোন লাভ হবে না, উল্টো ক্ষতিগ্রস্ত হবো। এবার মনে হয়ে পুরোপুরি বাকরুদ্ধ করা হবে।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

বাকপ্রবাস বলেছেন: একটা ছড়াও হজম করবেনা দেশটা? আমরা আর কতো নিচে নামবো? লজ্বা আর করুণা হচ্ছে।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

যোখার সারনায়েভ বলেছেন: হাহাহা মজা পেয়েছি।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

বাকপ্রবাস বলেছেন: উপরের কমেন্ট পড়ে ভয়ও লাগছে, আমরা কোথায় ঢুকে যাচ্ছি ভাবতেই গা শিউরে উঠছি

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন নুর ভাই

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
লুট হয়েছে ভোট
যেন হরি লুট
গণতন্ত্রের জানাজাতে
ঠুকলো শেষ পেরেক!

মুছবে না এ লজ্জ্বা
উন্নয়নের সোনায়
জাতির পিতা কবরেতে
কাঁদে লজ্জ্বায়!!

ইয়াহিয়ার প্রেতাত্মা
নতুন চেহারায়
ভোট চুরি আর লুটে
স্বাধীনতা হারায়!!!

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

বাকপ্রবাস বলেছেন: এমন আজব ভোট
সুবিধাবাদির জোট
দেশটা খাওয়া হলে
পাশের দেশে ছুট

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

রাকু হাসান বলেছেন:

সহজ সুন্দর ছড়া ।অনেক দিন পর ছড়া পড়লাম । :)

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ২:১৯

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন রাকু হাসান ভাই

৯| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫০

নজসু বলেছেন:

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩

বাকপ্রবাস বলেছেন: নতুন বছর শুরু হল এক বর্বর নির্বাচনিক অন্ধাকর যুগ নিয়ে, তায় মনে আনন্দ নেই, ন্যুনতম ৩০ বছরের গোলামিতে ঢুকে গেলাম

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: কিভাবে এমন ছন্দ মেলান ? সিড়ির পর সিড়ি । পড়তে ভালো লাগেরে ভাই ।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬

বাকপ্রবাস বলেছেন: হা হা হা একসময় স্কুল জীবনে আমি খুব চেষ্টা করতাম পারতামনা, পরে চাকরী জীবনে ব্লগে কমেন্ট দিতে গিয়ে ছন্দে দিতাম, সেই ছন্দটাই পরে ছড়া লেখার কাজে দিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.