নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

বৈরী হাওয়া

০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩০


ভোটতো গেছে জোটটাও যাবে
রইবে বাকী কী?
হামলা, মামলা শুরু হলে
কোথায় পালাবি?

শীতের শুরু হবার আগে
কম্বলে দে তা
বৈরী হাওয়া দিলে ধাওয়া
রক্ষা পাবিনা।

কাজ হবেনা সুতি কাপড়
চটের বস্তা নে
পিঠের উপর আলতো করে
দে বিছিয়ে দে।

থেমেথেমে হুক্কাহুয়া
জয়বাংলা হাঁক
ন্যুনতম ত্রিশ বছর
বনজঙ্গলে থাক।

ফিরবি আবার বীরের বেশে
শুদ্ধ হয়ে আয়
ধীর বাঙ্গালী নিদ্রা ফেলে
জাগবে তখন তায়।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র নাম ও গঠনতন্ত্র বদলায়ে, আগের অপরাজনীতিবিদদের বাদ দিয়ে নতুন করে আসার দরকার, না হয়, এরা জাতির জন্য ভয়ানক একটি দল।

০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

বাকপ্রবাস বলেছেন: হুম, নতুন করে নতুন সুস্থ্য প্রজন্মকে এনে, দেশ ও দশের মঙ্গল হয় এমন কর্মসূচি সামনে রেখে প্রকৃত রাজনীতিবিদ গড়ে তুলে তারপর আসতে হবে ভোটের মাঠে। আর আওয়ামিলীগকে মোকাবেলা করতে হলে দুইটা পথা, একটা হল গুন্ডাগিরীতে তাকে হারানো, সেটা সম্ভব নয়, তায় দীর্ঘ মেয়াদী টার্গেট করে সততা দেখিয়ে জনগণকে একত্রিত করে আসতে হবে।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১

জাহিদ অনিক বলেছেন:

পরিবেশ পরিস্থিতি হাওয়া শৈত্য কাব্য গল্প ছড়া সবকিছুই মনে হচ্ছে বৈরী।

০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

বাকপ্রবাস বলেছেন: বিশেষ করে রাজনীতেতে আমি সার্বভৌমত্ব টলমান এর মতো বৈরী হাওয়া দেখতে পাচ্ছি

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

সেলিম আনোয়ার বলেছেন: স্বাভাবিকভাবে এ সরকারে পতন হবে না ।বি এনপির করার কিছু এটা বুঝতে হবে। স্বৈরাচার এরশাদ যার মাঠকর্মী বলতে কিছু ছিলনা। তবু তাদের ক্ষমতা থাকাকালিন সময়ে অন্যরা গোহারা হেরেছিল। হেরেছিল আওয়ামীলীগ।

দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনই সুষ্ঠ হবে না। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশে।।

০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

বাকপ্রবাস বলেছেন: বিএনপিকে দীর্ঘ মেয়াদি চিন্তা করতে হবে, শর্টকাট পদ্ধতি এবং নির্বাচন এলে গাছাড়া দেয়া এসবে আর হবেনা, আওয়ামিলীগকে মোকাবেলা করতে হলে এখন অনেক বড় কঠিন হয়ে আসতে হবে, কেননা এবারের নির্বাচনে এবং নির্বাচনের পর আওয়ামিলীগকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে, পুলিশ, রেব, আর্মি সবাই মিলে, তার মানে ওরা এখন প্রকাশ্যেই চেলেন্জ ছুড়ে দিয়েছে, আগে ছিল ছাত্রলীগ আর পুলিশ আর এখন পুরো দেশের সামরিক বিভাগ, আগে ছিল বন্দুক এখন কামান সহ, তায় এসব বিবেচনায় রাজনীতিতে থাকতে হবে।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

বলেছেন: হা হা,

মামলা হামাল শুরু হলে কোথায় পালাবী --- সে তো চলছেই, আরো জোড়ে চলবে

০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

বাকপ্রবাস বলেছেন: শপথটা হয়ে যাক, তারপর আবার শুরু করবে, গাট্টিবস্তা নিয়ে পালাতে হবে, জয়বাংলা ছাড়া আর পথ নাই

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

ছোট ছোট বাচ্চারা স্কুলে নতুন বই পেয়ে কি যে খুশি! তাদের হাসিমুখ দেখে আমিও খুশি।
এই সব বাচ্চাদের নিয়ে একটা ছড়া চাই।

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

বাকপ্রবাস বলেছেন: ইনশোআল্লাহ চেষ্টা করব। নতুন বই এর ঘ্রাণ, ছবি, ফুল পাখী এসব মনে পড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.