নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

তোকে চাইছি আমি

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩২


আমি গুম হয়ে যাই রোজ পাইনা অতল তল
তোকে ভাবলে মন তোলপাড় এমন কেন বল
তুইকী যাদুর কাঠি মন্ত্র করলি নাকি
তোকেই ভেবেই রাত্রি পার নেইতো আর বাকি।

কাটছেনা সময় আর স্থবির সবকিছু
নাওয়া খাওয়া চাওয়া পাওয়া সবই তোর পিছু
ভাবছিনা কিছু আর ঘুরেফিরে তোর ছবি
সপ্তাহে সাতদিন শনি থেকে রবি।

যাচ্ছি ভেসে যাচ্ছি ফেসে যাচ্ছি গোল্লায় রোজ
পুড়ছি জ্বরে সন্ধ্যা ভোরে নিচ্ছি তবু খোঁজ
অনেক দূর জানি তবুও ভাবছি খুব কাছে
তোকে চাইছি আমি যেমন জল চাইছে মাছে।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৫০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আপনার কাব্য লেখার স্টাইলিসটা আমার কাছে ভালো লেগেছে। মানুষের মন হল দুরন্ত ঘোড়া আর তাই তার ছুঁটতে সময় লাগেনা ।
অন্যরূপ মানুষের মন হল অনেক চাহিদার বহনকারী বাহক তাই তার চাওয়ারও শেষ নাই। তবে সব চাওয়াই সঙ্গে সঙ্গে পাপ্য নয়
সময় দিতে হয়। তবেই চাওয়ার সার্থক হয় ।পেতে অনেক অপেক্ষা অনেক ঝড়যাপ্তা ধৈর্যের সাথে সহন করা লাগে। অনেক বেশি বলে ফেললাম মনে হচ্ছে ক্ষমা করবেন । আমি না বুঝেই হয়ত একটু বেশি বললাম সেজন্য ক্ষমা দৃষ্টি কামনা।

০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০২

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন, ভাল লেগেছে, মুগ্ধ হয়েছি

২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইশকে ফানা হাল দেখী ভায়া :)


+++

০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০২

বাকপ্রবাস বলেছেন: হা হা হা ধন্যবাদ রইল কিন্তু

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৮

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সুন্দর হয়েছে। খুব সুন্দর।

০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০২

বাকপ্রবাস বলেছেন: মাথায় শুধু রাজনীতি ঘুরপাক খাচ্ছিল, সেখান থেকে বের হতে হলে প্রেম ছাড়া উপায় নেই

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৮

হাবিব বলেছেন: কাকে চান?

০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩

বাকপ্রবাস বলেছেন: বউ গোস্যা করে কথা বলেনা, শুতরাং বুঝতেই পারছেন.....

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১০

কবীর হুমায়ূন বলেছেন: আমার ভেতরে আমি নেই আজ
তোমার মাঝেতে ঠাঁই,
আমার 'আমি'কে ভুলে গিয়ে আজ
তোমাতেই খুঁজে পাই।

ভালো লিখেছেন। প্রেমের বহ্নি যখন জ্বলে উঠে, তখন প্রেমিক 'ফানা' হয়ে যায়। শুভ কামনা কবি।

০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৪

বাকপ্রবাস বলেছেন: সুন্দর মন্তব্য। হা হা কমেন্ট পড়েও ফানা হলাম।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০২

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
বিরহ মনে যেন উথলে উথলে উঠছে.........
ভাবীকে দেখিয়েছেন?
আহ, বিরহ মন!
কি করে যে বাঁধি তোকে মনের সোনার পিন্জরে?
চমৎকার কবিতা। আপনি কবিতাটাও ভালো লিখেন, এত দিন দেখিনি কেন?
ধন্যবাদ আর শুভ কামনা রইল!

০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৫

বাকপ্রবাস বলেছেন: আপনার ভাবী রাগ করে কথা বলেনা তায় এই কবিতা, ফেইসবুকে পোষ্ট করেছি, সেখানে দেখবে কিন্তু কমেন্ট বা লাইক দেবেনা

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৮

নীল আকাশ বলেছেন: হুম, যা ভেবেছি সেটাই ঘটেছে। ভাবীর আর কি দোষ? মনের মানুষ এত দুরে থাকলে তো এটা হবেই!
এটা বিরহের বহি:প্রকাশ, অভিমান।
ইনসাল্লাহ সব আবার ঠিক হয়ে যাবে।
আবারও সুন্দর হয়ে উঠুক আপনাদের দাম্পত্য জীবন, সেই শুভ কামনা রইল।
ধন্যবাদ।



০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯

বাকপ্রবাস বলেছেন: মনের মানুষ কাছে থাকলে ডেইলি ঝগড়া চলে, দুরে থাকার দরুণ মাসে একবার হচ্ছে হা হা হা

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনাদের প্রেম দেখে পানির সাথে ঢেউয়ের যে সম্পর্ক আছে সেটাও লজ্জায় ডুব দিবে ;)



কবিতার প্রকাশ আসলেই ভাল লেগেছে।
বিপুল প্লাস...

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯

বাকপ্রবাস বলেছেন: খুব কইরা ধন্যবাদ নেবেন তাজুল ভাই

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

ঠ্যঠা মফিজ বলেছেন: কবিতা পাঠ এবং কমেন্টগুলো বেশ ভালো লাগল।

০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ ঠ্যঠা ভাই
ঠ্যঠা করে মজা পায়

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৭

জাহিদ অনিক বলেছেন:
যাচ্ছি ভেসে ফেঁসে যাচ্ছি - সুন্দর খুব

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৪

বাকপ্রবাস বলেছেন: সামুু ব্লগে আমার অন্যতম প্রিয় কবি আপনি, আপনার কবিতা আমার খুুব ভাল লাগে কেননা আমি কিছুটা ধরতে পারি মনে হয়, কবিতা আমি আসলে কম বুঝি

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৯

আরোহী আশা বলেছেন: ফেঁসে গেছেন তাহলে.........?

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৫

বাকপ্রবাস বলেছেন: হুম, এক ঝগড়ায় আজ দুইদিন কথা নাই, নিশ্চিত ফেঁসে গেছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.