নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের পায়ে দাঁড়াও বাবু নিজের পায়ে দাঁড়াও
নিজের ঘাড়ে মাথা রেখে শক্ত করে খাড়াও
পরের আশায় বুক পেতে
পড়বে যখন উৎপাতে
মাঝ দরিয়ায় উঠলে ঝড় দেবেনা কেউ সাড়া ও।
----------
BBC News বাংলা
নির্বাচনের সামগ্রিক ফল প্রত্যাখ্যান করলেও সংসদে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ড: কামাল হোসেনের গণফোরাম।
বিএনপি একটা একটা ধরে নিয়ে আসে মধূ পেলে সবাই সরে যায়, চট্টগ্রাম এর প্রাক্তন মেয়র মঞ্জুরও পল্টি মেরেছে সময় মতো।
এদিকে বগুড়া-৭ আসনে দলের প্রার্থী শূন্য হয়ে যাওয়ায় বগুড়া-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে সমর্থন দেয় বিএনপি। উপজেলা নির্বাচনে মাত্র ১৭ ভোট পাওয়া স্বতন্ত্র এই প্রার্থী বিএনপির সমর্থন নিয়ে ট্রাক মার্কার এক লাখ ৯০ হাজার ২৯৯ ভোট পেয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। ধানের শীষের ঘাঁটিতে দলটির কর্মী-সমর্থকদের ভোটে জিতে এসে বিএনপির সঙ্গেই পল্টি নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা দলীয় সিদ্ধান্তে শপথ নেওয়া থেকে বিরত থাকলেও সংসদ সদস্য হিসেবে ঠিকই শপথ নিয়েছেন।
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৭
বাকপ্রবাস বলেছেন: কাঁদছে পাখী চন্দনা
কাঁদলে লাগে মন্দনা
২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৪
ঢাবিয়ান বলেছেন: সুষ্ঠু নির্বাচনে জামানত হারানো গনফোরামের এই ব্যক্তিরা শেষমেষ স্মরনকালের এবারের বিতর্কিত ভোট ডাকাতির নির্বাচনে দুই সিট পেয়ে ধেই ধেই করে নাচতে নাচতে সংসদে যাচ্ছে শপথ নিতে !!!!!
ভাবতেও অবাক লাগে যে ডঃ কামাল শেষ পর্যন্ত নিজেকে একটা ভাড় প্রমান করতে চাইলেন?
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৮
বাকপ্রবাস বলেছেন: কিছু কওনেরওতো জায়গা রাখেনাই, সাপোর্ট দিছিলাম পুরোদমে। থুথু ছিটাইলে এখন নিজের গায়েই পড়বে হা হা হা
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২
চাঁদগাজী বলেছেন:
ড: কামাল সাহেব অনেক অনেক ভুল করে চলেছেন; কিন্তু তারপরও আপনার মত ভুল নিশ্চয় করবেন না
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩০
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হ হেডইতো দেখতাছি, পুুরা সাপোর্ট দিছিলাম এহন দেহি নিজের পায়েই কুড়াল মারছি, তয় বিএনপি পরের ঘাড়ে মাথা রাইখা চিন্তা করনের অভ্যাসটা বাদ দেওনের টাইম হইছে, ভালমন্দ যাই হোক মাথাটা নিজের ঘাড়েই রাখতে হইব
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬
মাহমুদুর রহমান বলেছেন: ভালোই তো ভালো না!
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩০
বাকপ্রবাস বলেছেন: পরের মাথায় কাঠাল ভেঙ্গে খাওয়াতো আর হলনা
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:১০
ঠাকুরমাহমুদ বলেছেন: ডাকতর কামাল সাব জাতে মাতাল তালে ঠিক !!! কিন্তু বিএনপি তাকে ছেড়ে দিলেও বিন লাদেনের ভুত তাকে ছেড়ে দেবে - আমার মনে হয় নাহঃ ডাকতর সাবের খবর আছে। - তিনি বিন লাদেনের পেতাত্মার কাছ থেকে টাকা খেয়েছেন !!!
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩৪
বাকপ্রবাস বলেছেন: একুল ওকুল দুইকুলইকী যাবে?
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩
নজসু বলেছেন:
ভাবনার বিষয়।
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৩
বাকপ্রবাস বলেছেন: হুম, ভাবনারই বিষয়, চুদুর বুদুর করে দল চলবেনা, আওয়ামিলীগ মোকাবেলা করতে হলে হয় তাদের চাইতে বড় গুন্ডা হতে হবে না হলে আদর্শিক রাজনীতি করতে হবে। মাঝামাঠি দিয়ে আওয়ামি মোকাবেলা সম্ভব না
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: একটা পাখি মৃত
একটা পাখি চুপ
একটা পাখি নিরুদ্দেশ
ব্যথায় কাঁদে খুব...