নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ডাকছে আকাশ

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৬


কচিকচি হাত দাও বাড়িয়ে
নতুন বই ডাকছে
আয়রে তরা মাঠ ছাড়িয়ে
স্কুলে চল হাঁকছে।

আয়রে খোকা আয় খুকি
রঙ্গিন মলাট বই
আয়রে স্বপন, চন্দ্রমুখি
কইরে তোরা কই।

ঢং ঢং ঢং বাজল ঘন্টা
নতুন বইয়ের ঘ্রাণে
নাচল নাচন শিশুর মনটা
আসল জোয়ার প্রাণে।

হাতেহাত ধরে চলরে সবে
কাঁধেকাঁধ মিলে চেষ্টা
আমরা গড়ব সোনার দেশ
আমরা গড়ব দেশটা।

-
বিশেষ দ্রষ্টব্য : রাজীব নুর ভাই সেদিন একটা কমেন্ট করতে গিয়ে বলেছিলেন, শিশুরা নতুন বই পাচ্ছে, নিচ্ছে। দেখতে খুব সুন্দর লাগছে, সেটা নিয়ে একটা ছড়া লেখার অনুরোধ করেছিলেন। আমি কথা দিয়েছিলাম চেষ্টা করব, কিন্তু সময় পাচ্ছিলামনা, আজ এখন অপিষ ফাঁকে সেই চেষ্টাটা করলাম। ভাল হোক মন্দ হোক এই ছড়া রাজীব নুর ভাইকে উসর্গ করলাম, যার লেখা ও স্বভাব শিশুর মতো কোমল এবং সুন্দর।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২১

কথার ফুলঝুরি! বলেছেন: ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন ভাইয়া । কি যে খুশী লাগতো যেদিন নতুন বই পেতাম । ওইদিনই বাবা সব বই বাধিয়ে দিতো । আর প্রাইমারী শেষ করার পর যখন আর স্কুল থেকে বই দিতো না তখন স্কুলের প্রথম দিনই বাবাকে নিয়ে যেতাম বই কিনতে । কি অদ্ভুত সুন্দর সেই অনুভূতি ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৪

বাকপ্রবাস বলেছেন: হুম, রঙ্গিন ছবি, নতুন বই এর ঘ্রাণ, মনে পড়ে।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছড়া ভালো হয়েছে।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৩

আরোহী আশা বলেছেন: অনেক সুন্দর

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭

বাকপ্রবাস বলেছেন: অশেষ ধন্যবাদ রইল কিন্তু

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
অনেক শুকরিয়া।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০১

বাকপ্রবাস বলেছেন: একরাশ ভালবাসা

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

মাহমুদুর রহমান বলেছেন: আহ! চমৎকার কবিতা।

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৩৩

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.