নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

এই বেশ ভাল আছি

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৭

যাচ্ছে মরে যাচ্ছে পচে
ধীরে সবার মগজটা
দেখছে সবে নিচ্ছে মেনে
নিচ্ছেনা কেউ গরজটা।

পড়ছে লাশ বারোমাস
ভাবটা এমন আমার কী
হচ্ছে গুম দিচ্ছে ঘুম
কেউ ফিরেছে কেউ ফিরেনি।

হচ্ছে লুট কী অদ্ভূত
সূচক টেনে বাড়াচ্ছে
উন্নয়নের উর্দ্ধরেখা
আকাশ ফুড়ে ছাড়াচ্ছে।

শেয়ার বাজার, ব্যাংক, ভল্ট
লুটের টাকায় নির্বাচন
ভোট ব্যালটও লুট হয়েছে
গণতন্ত্র নির্বাসন।

প্রিন্ট মিডিয়া, টকশো দেখো
গুণগানের ফিরিস্তি
মীরজাফরের চেলারা সব
লুট বলয়ের গিরিস্তি।

যাচ্ছে মরে যাচ্ছে পচে
ধীরে সবার মগজটা
নিচ্ছেনা কেউ জানের ভয়ে
প্রতিবাদের গরজটা।




মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬

আরোহী আশা বলেছেন: এর চেয়েও কি ভালো থাকতে চান????

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৯

বাকপ্রবাস বলেছেন: জিন্দা আছি জিন্দা রাখচে শুকরিয়া হে শুকরিয়া

২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০

হাবিব বলেছেন:




গরজ নিলে গুম হতে হয়
আরো আছে প্রাণ নাশে ভয়
জীবন যাবে মন হবে ক্ষয়
কেমন করে গরজ হবে????

এর চেয়ে ঢের আছি ভালো
খেয়ে পড়ে দিনে চলো
মুখে মুখে আল্লাহ বলো
তবে কিছু হলেও হবে!!!!

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৩

বাকপ্রবাস বলেছেন: ভয়ে ভয়ে লিখছি ছড়া
তবুও কিছু করছিতো
এটাও একটা প্রতিবাদ
একটু হলেও লড়ছিতো

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

কমুনি কথা!
আমি কিছু ক'লে
থাকে না আমার নিরাপত্তা!
তো, কেন কমু এতো কথা?



ব্যাক্তি যেন কিছু বলতে না পারে সেজন্য আতঙ্ক ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, আর সেই ব্যক্তিসমষ্টি যদি আতঙ্ক জয় করতে এক হতে চায়, তথা সঙ্গবদ্ধ হতে চায় তাহলে সেই সমষ্টিকে সহজেই ঘরে ফিরিয়ে দিতে পারে আমাদের জনধরদিয়া বন্ধু ❎







০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৪

বাকপ্রবাস বলেছেন: ভয় আতংকে যাচ্ছেতো দিন
ঘুম আসেনা ঘুম
লেপমুড়ে যাচ্ছেতো দিন
কুসুম কুসুম ওম

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: আমরা কেউ ভালো নেই।
আমরা কেউ ভালো নেই।

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪১

বাকপ্রবাস বলেছেন: মাথা মগজে কাজ করলে ভালো থাকা যায়
জ্বি হুজুরে সপলে মাথা লুটের ভাগটাও পায়

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১০

নীল আকাশ বলেছেন: দেশে ভালো থাকার নূন্যতম অধিকারটিও নেই আজকাল.......
ভালো লিখেছেন। এটাই চরম বাস্তবতা।
ধন্যবাদ।

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১২

বাকপ্রবাস বলেছেন: তবুও যারা স্বপক্ষে দালালি করছে আর বলছে এই বেশ ভাল আছি তারাই সত্যিকারের রাজাকার

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৫

জাহিদ অনিক বলেছেন:
এই বেশ ভালো আছি ! :(

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৪

বাকপ্রবাস বলেছেন: হ, নচিকেতা কইছিল এই বেশ ভাল আছি

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩১

লোনার বলেছেন: আমরা জানিনা জানেনা কেউ
কুলে বসে কত গণিব ঢেউ
দেখিয়াছি শত দেখিব এও
নিঠুর বিধির লীলা কতই
কই রে আগের মানুষ কই?


- Kazi Nazrul Islam

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬

বাকপ্রবাস বলেছেন: আগের মানুষ নাইতো
ভুগছি এখন তাইতো
মানুষের চাইতে বাড়ছে দালাল
হারমকে তায় ভাবছে হালাল

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৩

খায়রুল আহসান বলেছেন: ভয়ে ভয়ে লিখছি ছড়া
তবুও কিছু করছিতো
এটাও একটা প্রতিবাদ
একটু হলেও লড়ছিতো
---
অবশ্যই, ক্ষুদ্র হলেও,
এটাও একটা প্রতিবাদ!
কবিকে জানাচ্ছি তাই,
উষ্ণ, আন্তরিক ধন্যবাদ!
কবিতায় সমাজের বাস্তব চিত্র প্রতিফলিত হয়েছে। কবিতায় ভাল লাগা + +

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২

বাকপ্রবাস বলেছেন: এই ধরুণ বড় ভাই
সাহস দিচ্ছে, পাচ্ছিতো
চলছে লড়াই চলবে লড়াই
বদলাক সময়, চাচ্ছিতো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.