নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র কমকম উন্নয়ন বেশী
কম দামে ফার্ম খাও ভুলে যাও দেশী।
রড নেই বাঁশ আছে খসে পড়ে ভবন
মিডিয়ার ইস্যু তবু তরকারীর লবন।
তারকার মেলা বসে রাজনীতির হাঁটে
ক্ষমতার পদতলে দিনরাত চাটে।
রাত হলে টকশো বেশ্যার দল
মাল খেয়ে টাল হয়ে ছেড়ে দেয় মল।
ভোট শেষে গণরেপ চুপ নারীবাদ
তেতুলের ইস্যু পেলে আহা বড় স্বাদ।
বুদ্ধিজীবি মোচওয়ালা ধরে তার কলম
তেলা মাথা খুঁচে দিয়ে লাগায় মাল মলম।
যেমন খুশি তেমন সাঁজো গাও গুণগান
গৃহাপালিত বিরোধী দল উন্নয়নের প্রাণ।
রাতে সিল দিনে ভোট তরিকাটা দেশী
গণতন্ত্র কমকম উন্নয়ন বেশী।
১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৭
বাকপ্রবাস বলেছেন: লেংটার নেই লজ্বার ভয়
২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৬
হাবিব বলেছেন:
কি আর হবে কাব্য করে
কি লাভ এতে বলেন,
তার চেয়ে আজ শীতের মধ্যে
লেপ মুরি দেই চলেন!
১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮
বাকপ্রবাস বলেছেন:
যতই তপ্ত হোক কড়াই
তবুও চলবে লড়াই
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫০
শিখা রহমান বলেছেন: সময়ের প্রতিফলন কবিতায়। ভালো লিখেছেন কবি।
শুভকামনা সতত!!
১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদাপু
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২১
রাজীব নুর বলেছেন: চমৎকার।
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
বাকপ্রবাস বলেছেন: অমত কার?
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২২
নাহিদ০৯ বলেছেন: মন্তব্য করতেও ভয় হয়।
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
বাকপ্রবাস বলেছেন: ভয় ভয় ভয় পাছে মামলা খেতে হয়
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
পুরাতনটা কেমন ছিলো, ভালো ছিলো?
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
বাকপ্রবাস বলেছেন: না, পুরাতনটা ভাল ছিলনা, সকল দূর্নীতি তারারই পথ দেখিয়েছে এবং বর্তমান সরকার ১৬কলা পূর্ণ করেছে, আমরা সামনের দিকেই তাকাতে চাই, বর্তমান যে থাকবে তাকে ঠিক হতে হবে, আগের কথা বলে বর্তমান অন্যায়কে আমরা মেনে নিবনা, অন্যায় সবসময় অন্যায়
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১
সাইন বোর্ড বলেছেন: ন্যাংটোর দিকে তাকালে অনেক সময় নিজেরই লজ্জা লাগে ।
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
বাকপ্রবাস বলেছেন: লক্ষণ ভাল
৮| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
প্রামানিক বলেছেন: কাব্য করে লাভ নাই
এই পথে আজ আমরা সবাই।
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
বাকপ্রবাস বলেছেন: বললে কথা লাগে ভয়
ছড়ায় ভরসা যদি মামলা না হয়
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৮
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ
১০| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অবশ্যই নির্বাচন ‘পারফেক্ট’ ছিল না- জাতিসংঘ
https://www.facebook.com/hamidulnasir/videos/1199205153570540
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৯
বাকপ্রবাস বলেছেন: আমি আতংকিত দালালদের সংখ্যা দেখে
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ভোট ডাকাতির বিজয়েতে
করে উৎসব
লাজ লজ্বা নাই মোটে
বেহায়া সব!