| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
একটা ফুল সাদা
আরেকটা ফুল লাল
দুটোই ছড়ায় সুবাস
প্রিয় চিরকাল।
একটা ফুল দোলে
আরেকটাও দোল খায়
বৃক্ষ কেবল মুগ্ধ হয়ে
ফুলের পানে চায়।
একটা ফুল হাসে
আরেকটাও তায়
ফুলের সাথে বৃক্ষ হৃদয় 
কেবল হাসতে চায়।
একটা ফুল গুণগুণ
আরেকটাও গায়
বৃক্ষের জড়ায় ফুলের সাথে 
মায়া মমতায়। 
  
 
২৬ শে জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:৫২
বাকপ্রবাস বলেছেন: ছবিটা এইমাত্র পেলাম, পেয়ে সাথেসালে লেখা হল।
২| 
২৬ শে জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
'চমৎকার ছড়ায় বাচ্চাদের প্রতি ভালোবাসার প্রকাশ !!
খুবই ভালো লাগলো ছড়া।
-বাচ্চা ও তার পিতা-মাার জন্য শুভকামনা।
 
২৬ শে জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:০৫
বাকপ্রবাস বলেছেন: শুদ্ধা আর ভালবাসা জানবেন নূরু ভাই
৩| 
২৬ শে জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:২৯
ঢাবিয়ান বলেছেন: আপনার কষ্টটা যদি এই দেশের রাজনীতিবিদদের অন্তর ছুতে পারতো....
 
২৬ শে জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:০৭
বাকপ্রবাস বলেছেন: অনেকের মাঝে কেউ কেউ আছে শুধু জনকল্যানে রাজনীতি করে তবে বর্তমান প্রেক্ষাপট হলো রাজনীতি মানে দূর্নীতি, অবৈধ্য আয়, ক্ষমতার অপব্যাবহার, আর কারো কাছে টাকা আছে এবার চায় সবাই একটু চিনুক জানুক। সুস্থ্য লোকের বড় অভাব
৪| 
২৬ শে জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:৪৫
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: চিরকাল ওরা  থাক মায়া মমতায়।
 
২৬ শে জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:০৮
বাকপ্রবাস বলেছেন: দোয়া করবেন ভালবাসা নেবেন
৫| 
২৬ শে জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:২৩
শাহিন বিন রফিক বলেছেন: 
ভাই, মহান আল্লাহ আপনাকে দুইটি কিউটের ডিব্বা দান করেছেন। আল্লাহ তাদেরকে সুন্দর আগামী দান করুক এই দোয়া রহিল।
 
২৬ শে জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৩
বাকপ্রবাস বলেছেন: আপনার প্রতিও দোয়া ও ভালবাসা
৬| 
২৬ শে জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৩১
রাজীব নুর বলেছেন: আমি মনে প্রানে চাই এই দেশের সমস্ত শিশুরা এক আকাশ আনন্দ নিয়ে বড় হোক।
 
২৬ শে জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৪
বাকপ্রবাস বলেছেন: শিশুদের সাবলিল ভাবে বেড়ে উঠতে পারলে একটা দেশ, জাতি, পৃথিবীর সুন্দর হয়ে উঠবে
৭| 
২৬ শে জানুয়ারি, ২০১৯  রাত ৮:৪১
নজসু বলেছেন: 
খুবই সুন্দর হয়েছে প্রিয় ছড়াকার।
 
২৭ শে জানুয়ারি, ২০১৯  রাত ১২:৪২
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ অফুরন্ত
৮| 
২৬ শে জানুয়ারি, ২০১৯  রাত ৯:২৫
হাবিব বলেছেন: এমন বাচ্চাদের দেখলে আমার খুব খুব আদর করতে ইচ্ছা করে
 
২৭ শে জানুয়ারি, ২০১৯  রাত ১:০১
বাকপ্রবাস বলেছেন: আমার শুধু ছড়া লিখতে ইচ্ছে করে
৯| 
২৬ শে জানুয়ারি, ২০১৯  রাত ৯:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
 
২৭ শে জানুয়ারি, ২০১৯  রাত ১:০৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন অগ্রজ
১০| 
২৭ শে জানুয়ারি, ২০১৯  রাত ১:৪০
মুক্তা নীল বলেছেন: মাসআল্লাহ।  আপনার মেয়েরা অনেকঅনেক সুন্দর। কার মতো হয়েছে? বাকু ভাই, আপনার কথা বইলেন না।। 
দোয়া রইলো ফুলগুলোর জন্য।
 
২৭ শে জানুয়ারি, ২০১৯  ভোর ৪:১৩
বাকপ্রবাস বলেছেন: আমাদের মতো হয়েছে হা হা হা তবে বড় মেয়ে ছোট বেলায় নাকি আমার ডুপ্লিকেট ছিল
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:৪৬
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, আপনার বাচ্চাদের নিয়ে লিখেছেন; তারা সুখে শান্তিতে বড় হোক, এই কামনা রলো