নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

পুতুল

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩


পুতুলের পা আছে তবু সে চলেনা
মুখ আছে খায়না কথাও বলেনা।

চোখ আছে দেখেনা তাকিয়ে থাকে
চুল আছে সোনালী বেণী করে রাখে।

হাত আছে ধরেনা নাহি শুনে কানে
নাক আছে সাধ্য নেই শ্বাসটাকে টানে।

পুতুলের টাকা নেই একটাই জামা
কে তাকে কিনে দেবে নেই কোন মামা।

শুখে দুঃখে একজনই আছে তার সাথী
খুকির সাথে দিনরাত চলে মাতামাতি।

একসাথে খেলে দোহে একসাথে ঘুম
আদর সোহাগে ভরে দেয় কতো চুম।

পুতুলের বিয়ে দেয় চলে যাবে দূরে
কতোকী আয়োজন গোটা বাড়ি জুড়ে।

কতো দিন চলে যায় কতো রাত ছেড়ে
পুতুলটা রয়ে যায় খুকি উঠে বেড়ে।

সেই কথা পড়ে মনে চুপিচুপি হাসে
খুকির মনে আজ পুতুলটাই ভাসে।

জীবনটা যেন এক পুতুলের খেলা
সময়ের হাত ধরে ভেসে যায় ভেলা।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


আজকালকার পুতুল কথা বলে, হাঁটে, গান গায়।

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮

বাকপ্রবাস বলেছেন: হা হা হা, হুম, ব্যাটারি চালিত, চাবি দিলে নাচে গায়।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ ছড়া কবিতা গড়েছেন, ভালো লাগলো

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৫

বাকপ্রবাস বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

জুন বলেছেন: সুন্দর ছড়ায় অনেক ভালোলাগা রইলো বাকপ্রবাস ।
+

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৬

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে প্রীতি ও শুভেচ্ছা

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

স্রাঞ্জি সে বলেছেন: পুতুল ছড়ায় মুগ্ধতা ছড়িয়ে গেলো মনে।________+++ ছড়ায়।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৪৭

বাকপ্রবাস বলেছেন: অতপর আপনাকে প্রীতি ও শুভেচ্ছা

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

নষ্টজীবন® বলেছেন: অনেক ভালো লাগলো কবিতা

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৪৮

বাকপ্রবাস বলেছেন: খুব করে প্রীতি ও শুভেচ্ছা

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০২

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: খুকু ও পুতুল, অনেক ভাল লাগলো। পুতুল বিয়ে হলে অনেক মজা হয়। মা-বাবা চিনতে পারে পুতুল দুটি। যখন মনে পড়ে তখন ছেলেবেলা ফিরে পায় মন।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৪৯

বাকপ্রবাস বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা রইল কিন্তু খুুব করে

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১১

বাকপ্রবাস বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

হাবিব বলেছেন:




আমার কাছে একটা পুতুল
থাকলে পরে মনের ঘরে
হৃদয় মাঝে শুকনো বকুল
গন্ধ দিতো উজার করে!

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৩০

বাকপ্রবাস বলেছেন: সেই গন্ধ হৃদয় মেখে
ছড়াতো যে আলো
সেই আলোতে ভরতো ভূবন
হতো কতো ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.