নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

দশ টাকার তেলেশমাতি

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৩৪


পড়ল মনে দশ টাকায় চালের কথা আজ
দেবে বলে দেয়নিতো আর বাঙ্গাল মহা রাজ।

দুঃখ যাদের মনের ভেতর তুষের আগুণ জ্বলে
সেই আগুণে প্রলেপ হবে ঢাবি আসুন চলে।

এক সমুচা, এক সিঙ্গারা, এক কাপ চা
চপও পাবি দশ টাকায় খারে পাগল খা।

কোথায় পাবি দশ টাকায় এতো পদের খানা
কেউ দেবেনা ডাকলে তাকে চাচা, মামা, নানা।

ছাত্র শিক্ষক কেন্দ্রে এসো, দশ টাকায় খাবে
কোথায় বলো এমন সুযোগ, কোথায় এমন পাবে।

গর্বে ভিসির বুক ফেটে যায় গিনিস বুকের খাতায়
নামটা তাহার আসে যদি ঢুকল এবার মাথায়।

ভাবছে এবার ফ্রি দেবে তেলের শিশিটাও
দশ টাকায় খাবার শেষে মালিশ হবে ফাও।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৭

রাজীব নুর বলেছেন: দশ টাকা দিয়ে কিচ্ছু পাওয়া যায় না। একটা সিগারেটো ১২ টাকা।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২০

বাকপ্রবাস বলেছেন: ঢাবির ভিসি সাহেব দশ টাকায় কতো কী দিচ্ছে, গিনেস বুকে নাম উঠবে তাও বলেছে, সুতরাং কানিজ ফাতেমা আপুর (নিচে কমেন্ট) সাথে গিয়ে সেখানেই নাস্তাটা সেরে নিতে পারেন

২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৬

কানিজ ফাতেমা বলেছেন: বাহ লাঞ্জটা এবার ঢাবি থেকেই সারতে হবে ।

ভালো থাকুন সতত ।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৯

বাকপ্রবাস বলেছেন: ভাইরাল হওয়া ক্লিপটা নিশ্চয় দেখেছেন। ভিসি সাহেব একটু শুদ্ধ করে কথাও বলতে পারেনা, সা, সপ এমন টাইপ উচ্চারণ, আসলেই , ঢাবি চা দোকানেই পরিণত হবে, এমন টাইপ ভিসিরা কন্ডিনিউ করলে।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৩

বাংলার মেলা বলেছেন: আমাশা এবং এর পরের সব কয়টা ঢাবি ভিসি হল খোঁয়াড়ে পালা ছাগলের মত - এদের ব্যক্তিত্ব বলে কিচ্ছু নেই।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫০

বাকপ্রবাস বলেছেন: শিক্ষাটা অন্তত দলীয় অন্ধ রাজনীতি মুক্ত করা গেলে দেশের উন্নতি দ্রুত তরান্বিত হতো

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪

অলিভিয়া আভা বলেছেন: হা হা ভিসি দেখছি ভালো আপদে আছে !

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭

বাকপ্রবাস বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.