| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
লাগছেনা ভাল আর একা একা
সঙ্গ পাওয়া, সঙ্গে থাকা তোমার কাছেই শেখা। 
শিশিরে পাতা, পাতায় শিশির সূর্য দেয় আলো
ভাব জমেছে, জমতে জমতে কোথায় হারিয়ে গেলো?
আলোর মাঝেও অন্ধাকার যায়না দেখা তবে
শিশির পাতায় বিচ্ছিন্নতা আলোরই কাজ হবে।
লাগছেনা ভাল আর একা একা
সঙ্গে থাকা, সঙ্গ পাওয়া তোমার কাছেই শেখা।
পাখিদের নেই রুটি, রুজি সারাদিন ঘুরেঘুরে
মিলে দোহে ডালেডালে কিচিরমিচির উড়েউড়ে
সন্ধ্যায় ঘরে ফেরা রাতে বাড়ে ওম
সারা রাত নিশ্চুপ পাখিদের ঘুম। 
আমারও মন চায় তুমি আমি পাখি
সাদাকালো হিসেব নিকেশ পাশে ফেলে রাখি। 
লাগছেনা ভাল আর একা একা
সঙ্গ পাওয়া, সঙ্গে থাকা তোমার কাছেই শেখা।
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৩
বাকপ্রবাস বলেছেন: ডান দিকে যাইনা আমি
বাম দিকে যাইনা
আমি দুই দিকেই যাই
পরান জলঞ্জলি দিয়ারে 
(একটা গানের কলি)
২| 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: আরে ভাই একাকীত্বও মাঝে মাঝে খুব উপভোগ্য হয়।
 
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  ভোর ৪:৫৫
বাকপ্রবাস বলেছেন: হুমমমমমম
৩| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১:০০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কে বলল ভাল্লাগছে না? ভাল্লাগছে তো ভায়া...  ![]()
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ২:৪০
বাকপ্রবাস বলেছেন: হা হা হা তাইতো ভালই লাগছে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:১২
হাবিব বলেছেন: দেশে চলে আসেন অথবা ফ্যামিলি নিয়ে যান ভাই