নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরো সপ্তাহটা যায় দারুণ ব্যস্থতায়, ঘুম কুলোয়না যেন, দম ফেলার জো নেই, শুক্রবারটা তায় চেষ্টা হয় একটু উপভোগ করি, আমি যেহেতু ঘরকুনো তায় আমার উপভোগগুলোও তেমনটা, পুরো দিন ঘুমিয়ে কাটানো সাথে ব্লগ, ফেইসবুক, গান শোনা, কিছু লেখার চেষ্টা করা, এক সময় রান্নার অভ্যাস ছিল, সারাদিন ইউটিউব ঘেটে চেষ্টা করতাম এটা সেটা বানানো। অনেক কিছু বানানোর চেষ্টা বিফল হলেও পরটা বানানোতে সফল বলা যায়, আমার পরটা ভাল হয়। ছোট ভাই সাদেক সবসময় অভিযোগ করে আপনি পরটা বানান, নিজে খান আর ফেইসবুকে শেয়ার করেন, আর আমরা দেখে দেখে লাইক মারি, কিন্তু খেতে ডাাকেননা। আসলে সাদেক এর দোকান আছে তায় তাকে ডাকলেও ফেলে আসতে পারেনা, আজ বললাম চলে আসো, পরটা বানালাম। সাদেক এর সাথে আজকের পরটা আয়োজন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
বাকপ্রবাস বলেছেন: হুম শুক্রবার ছুটি হওয়াতে ভালই, দেশের সাথে যোগাযোগ রাখতে সুবিধা, তবে আমি প্রতিদিন যোগাযোগ রাখি আমার কন্যার সাথে, ইমুতো কথা হয়
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো আয়োজন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ ভাইযান
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪
চাঁদগাজী বলেছেন:
কোন দেশের আছেন?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০
বাকপ্রবাস বলেছেন: কাতারে ছিলাম দশ বছর, দেড় বছর যাবৎ সওদি আরব।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
সৌদির চেয়ে তো কাতার ভালো। আপনি সৌদি গেলেন কেন?
আমি সৌদির হাফার আল বাতেন এ বেড়াতে গিয়েছিলাম। একেবারে ইরাকের বর্ডারের কাছে। সেখানকার প্রবাসীদের দেখেছি নিজের চোখে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
বাকপ্রবাস বলেছেন: কাতারে যার আন্ডারে ছিলাম সে কিছুটা অন্যায়, জুলুম করছিল, চাকরী ছেড়ে সওদি আরব চলে আসলাম, দশ বছর সেই সার্ভিসটা আমি সওদি আরবে দিলে আর্থিক বিচারে অনেক উন্নতি হতো, তায় কাতারের জাল ছিন্ন করে চলে আসলাম।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ছুটির দিন আনন্দে কাটুক।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
বাকপ্রবাস বলেছেন: হুম, গান শুনছি এখন
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১০
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর পোস্ট প্রবাসী ভাই। তবে অত সুন্দর মডিউলার কিচেনে লুঙ্গি পরাটা বেশ বেমানান লাগছে।
শুভকামনা জানবেন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৯
বাকপ্রবাস বলেছেন: লুঙ্গি সাধারণত পড়িনা, পরে একটা পিক দেখচেন চেন্জ করে ফেলেছি
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২১
সোনালী ঈগল২৭৪ বলেছেন: আপনি তো খুব ভালো পরোটা বানান
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪০
বাকপ্রবাস বলেছেন: পরটা এবং রুুটি দুটোই আমার ভাল হয়, এক সময় রান্না নিয়ে অনেক এক্সপেরিম্যান্ট করতাম, এখন সময় পাইনা
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১১
জাহিদ অনিক বলেছেন: ছুটির দিন আনন্দে কেটেছে এটা জেনে ভাল লাগলো। ভাইজানের চেহারা সুরত দেখতে পেয়ে ভালো লাগছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭
বাকপ্রবাস বলেছেন: হা হা হা আমার ছবি বলতে কন্যারা, ওদের ছবিই শেয়ার করি, ফেইসবুকেও ওদের ছবি নিক ছবি। কমেন্ট পড়ে ভাল লাগল, মজাও পেলাম
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪০
বাকপ্রবাস বলেছেন: আমার বড় ভাই, সৈয়দ আহমদ শামীম একজন ভাল কবি, আপনার কবিতা ভাবতেই ওর কথা মনে পড়ল, ওর কবিতা আপনার ভাল লাগবে, কারণ ওর লেখাগুলোও আপনার মতো ভারিক্কি ও গভীরতাপূর্ণ, দুইটা বই বের করেছে, খুবই প্রচার বিমুখ। প্রথম বই এর নাম অবলীলাদের বাড়ি....
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনারা দেখিছি বংশগত কবি , সাথে পরটা বানানোতে পাক্কা উস্তাদে আজম
আপনারা এইসব লুকিয়ে রাখেন কেন?
আমি আপনের কবিতা পড়ে শুধু ভাবতুম, মানুষ এতো সুন্দর কবিতা লেখে কেমনে, এদের ছড়া থেকে এতো সুন্দর নৃত্যের আওয়াজ আসে কেমনে (!) এখন তাহলে বুঝতে পারলুম...
দেশে আসলে পরটা পার্টি দিয়েন
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা দেশে যাইতে মেলা দেরী আছে, তয় দাওয়াত অগ্রীম দিয়া রাখলাম, গেলে পরটা পার্টি হবে
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭
ভুয়া মফিজ বলেছেন: একেবারে লুঙ্গি পড়া ঘরোয়া ছবি, দেখতে ভালোই লাগলো।
আপনাদের তো দেশের সাথে মিল রেখে সাপ্তাহিক ছুটি। আমাদের আবার শনি/রবি। তাই দেশে কথা বলাটা তেমন জমে না। আমি যখন ফ্রী, দেশে সবাই তখন ব্যস্ত কিংবা সারাদিন কাজের পর টায়ার্ড!
পরোটা কি তেল ছাড়া নাকি?