নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাছে এসো ভালো বাসো গুজে দেব ফুল
বসন্তে মেলে দাও দীঘল কালো চুল
গুণগুণ গান গাও বাতাসে মদীর ঘ্রাণ
বসন্তেই ভুলে যাও বিষাদ অভিমান।
প্রেম নাও প্রেম দাও রং লাগুক মনে
বসন্তের রং হেলায় হারায় কোন জনে
ছবি আঁকো মনেমনে হাতে নাও তুলি
আঁকো ছবি লতাপাতা আঁকো মন খুলি।
হাসো ঠোটে, চোখে মুখে শিহরণ তুলে
লজ্জাবতী জেগে উঠুক ন্যুনতম ছুলে
প্রিয়তমা কাছে আসো তুলে রেখে ধাঁধা
বসন্তে মুছে যাক অপাংক্তেয় বাঁধা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১১
বাকপ্রবাস বলেছেন: এই জন্যই শিরোনামে বিলাপ ঢুকে গেছে
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০
শাহরিয়ার কবীর বলেছেন: গুটি বসন্ত
সবার জীবনে একবার আসে।
চাঁদগাজী ভাইয়ের প্রশ্নে দেখে মাথা ঘুরায়...
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
বাকপ্রবাস বলেছেন: হা হা হা ফেইসবুকে একটা ষ্ট্যাটাস ছিল মুন্না ভাই এর, বসন্ত একবার এসেছিল গুটিগুটি, দাগ রেখে যেতে পারেনি। চাঁদগাজী ভাই এর মন্তব্যগুলো উপভোগ করি
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
সাইন বোর্ড বলেছেন: বেশ প্রাণবন্ত !
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৯
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন সাইনবোর্ড
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪১
রাজীব নুর বলেছেন: চমৎকার।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০০
বাকপ্রবাস বলেছেন: ভালোবাসা.........
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
কবিতায় আছে, "প্রেম নাও, প্রেম দাও ..."
-প্রেম কিভাবে দেয়, কিভাবে নেয়? আমার মনে হয়, 'প্রেম' শব্দটিকে ভুলভাবে নেয়া হচ্ছে!