নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ছড়াপ্রেম

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০


তুলে রাখো পড়া
এসো লিখি ছড়া
বল দেখি চাঁদ, তারা
যায় নাকি ধরা।

ধরে যদি আনি
অবাক হবে জানি
জ্ঞান যদি হারাও
জল এক ঘরা।

ঢেলে দেবো মাথায়
দেখবি মনের খাতায়
কতো তারা জ্বলে
আলোয় ভূবন ভরা।

তুলে রাখো পড়া
এসো পড়ি ছড়া
ছড়ায় তাজা মন
ছড়ায় জিন্দা, মরা।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: ছড়ায় তাজা মন
ছড়ায় জিন্দা, মরা।

খুব সুন্দর ছড়া।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৪

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন হাসিব ভাই

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৪

হাসাস হোসেন বলেছেন: ছড়ার নোয়পন্যে মোর অন্তর জুরা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১

বাকপ্রবাস বলেছেন: জড়ায় জুড়ায় প্রাণ
ছড়া ধরে আন
গিলি দুই চার
ছড়া খাওয়া শেষে
ছড়া দিয়েই মার

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বহুদিন পর আপনার ছড়া পড়ে গেলাম। শুভেচ্ছা রইল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪২

বাকপ্রবাস বলেছেন: আমিও অনিয়মিত ভাইযান, সময় এর অভাবে অনেক পড়া, পড়া হয়না, খারাপও লাগে পোষ্ট করতে, কারন অন্যের পোষ্ট পড়িনা, নিজের পোষ্টে যখন কমেন্ট পরে তখন দায়বদ্ধতা দাঁড়ায় অন্যদের পোষ্ট পড়ার।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: চমৎকার ছড়া।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৩

বাকপ্রবাস বলেছেন: খুব কইরা ধন্যবাদ রইল নুরদা

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
ভালো হয়েছে।

শুধু এখানে একটু কেন যেন মিলছে না বলে মনে হচ্ছে-

ধরে যদি আনি
অবাক হবে জানি
জ্ঞান যদি হারাও
জল এক ঘরা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১২

বাকপ্রবাস বলেছেন: হুম, ওই জায়গায় আমারও ধাক্কা লেগেছে, আসলে ব্যাপারটা খুলে বলি, ফেইসবুকে আমি একটা লেখায় কমেন্ট করেছি, সেখানে আমার কমেন্ট ধরে অন্য একজন বলল একটা ছড়া হয়ে যাক, কেউ কেউ জানে আমি কথায় কথায় ছড়া মিলাই, তাকে সাথে সাথে চার লাইনের একটা ছড়া উপহার দিই, সে আমাকে একটা খুব ভাল রিপ্লাই দেয়, যার অনুপ্রেরণায় আমি সাথে সাথে তিনটা ছড়া লিখি ঘন্টার মধ্যেই, প্রথমটা দিলাম এবং বাকী দুইটা একটু পর পর দেব, প্রথম পাতা থেকে সরে গেলে ২য়টা দেব।

আমি জানি আমার কিছু দূর্বলতা আছে তবে সেগুলো আমি ওভারকাম করিনা, কারন দুইটা, এক হল আমার অপারগতা আর দুই হল আমার হাতে সময় কম আর আমার লিখতে ভাল লাগে তবে আমি কবি বা ছড়াকার নই সেটা আমি জানি।

আপনাকে অনেক ধন্যবাদ, শুধরিয়ে দেবার জন্য।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: হালকা তবে সুন্দর।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

বাকপ্রবাস বলেছেন: হুম। হালকা পাতলাই। ইদানিং লেখা হয়না। আজ চেষ্টা করলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.