| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এলোমেলো হল আজ
গোলমাল মাথায়
পড়া তুলে মন খুলে
ছড়া লিখি খাতায়।
বাবা যদি দেখে আজ
ছিড়ে চুল যদি
কান্নার জল গলে
হয়ে যাক নদী।
টিচার ডেকে নিয়ে
মারে যদি বেত
ভেবে নেব হাতে, পিঠে
হালচাষ, খেত।
পরীক্ষায় আসে যদি
গোল্লা দুই চার
ছেড়ে ছড়া ধরে নেব
হলে দু'দিন পার।
 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:১৩
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন নুর ভাই
২| 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:১২
মেহেদী হাসান হাসিব বলেছেন: মজাদার ছড়া।
 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:১৩
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু হাসিব ভাই
৩| 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:১৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: আমার লেখা শোভার মৃত্যু গল্পটি আলোচিত ব্লগে এসেছে। সময় করে পড়ার অনুরোধ রইলো।
 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:১৩
বাকপ্রবাস বলেছেন: গল্পটা পড়ে আসলাম, খুব সুন্দর।
৪| 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:৫১
হাবিব বলেছেন: সুন্দর ছড়া কবিতা।
 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:১৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল স্যার
৫| 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:২৯
মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার।
 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:১৪
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল রহমান ভাই
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৪৩
রাজীব নুর বলেছেন: আহা আহা----- বেশ বেশ।