| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ছড়া হোক সাথী আর
প্রতাবাদে হাতিয়ার
ছড়ায় ছন্দ তালে
দিন কাটুক জাতিটার।
ছড়ায় জাগুক প্রাণ
জোয়ান বুড়ো সকলি
ছড়ায় হাসুক শিশু
শুদ্ধ হোক নকলি।
ছড়ায় আনুক জোয়ার
কাজে আর কর্মে
ছড়ায় সৌহার্দ বাড়ুক
জাতি ধর্ম বর্ণে।
ছড়ায় মাতুক সবে
ছড়া হোক হাতিয়ার
ছড়ায় ছন্দে কাটুক
দিন ভাল জাতিটার।
 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:১৫
বাকপ্রবাস বলেছেন: এবং একরাশ ধন্যবাদ
২| 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৮
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:১৬
বাকপ্রবাস বলেছেন: অতপর ধন্যবাদ অফুরন্ত
৩| 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৪:১১
মাহমুদুর রহমান বলেছেন: অনুপ্রেরনামূলক ছড়ায় ভালো লাগা রেখে গেলাম।
 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:০০
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু 
৪| 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৮:১৫
মেহেদী হাসান হাসিব বলেছেন: বরাবরের মতো সুন্দর লিখনি।
 
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ১:৪২
বাকপ্রবাস বলেছেন: এক রাশ ধন্যবাদ হাসিব ভাই
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: ভীষন সুন্দর।