নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিচ্ছি মেনে বাড়তি দাম
ঘুস দিতে হয় প্রাপ্য সেবায়
দিচ্ছি যতো গায়ের ঘাম
হিসেব করে শূন্যে মেলায়।
যাচ্ছেতো দিন সুখের আশায়
ডানে বামে তাকাচ্ছিনা
ঝড়ঝাপটায় স্বপ্ন ভাসায়
দোলছি তবু হাপাচ্ছিনা।
দেখছিনাতো তীরের দেখা
আশাটা যে ছাড়তে নেই
অনিয়মকে রুখতে শেখা
সুদিন ঠিক ফের আসবেই।
ভোট দেবনা লুটের দল
ঘুষ দেবনা হারামখোর
ঘুম দেবনা রুখবি চল
জাগরে সমাজ কাটরে ঘোর।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৩
বাকপ্রবাস বলেছেন: এটাকে আমরা মেনেই নিচ্ছি, সামাজিক আন্দোলন হতে পারে, দেবনা ঘুষ বলে একজোট হতে হবে, সমষ্টি হলে সমাধান সহজ হয়।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! সুন্দর ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুব করে ধন্যবাদ
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১০
মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব সুন্দর হয়েছে!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৯
রাজীব নুর বলেছেন: এই দেশ আর বদলাবে না। সব নষ্ট হয়ে গেছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪
বাকপ্রবাস বলেছেন: বদলাবে ইনশোআল্লাহ, সবকিছু যখন গেছে, নতুন করে হবার সম্ভবনাও প্রবল
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আর কিছু না হোক, আমরা যদি কেবল আপনার কবিতার মত জেগে উঠতাম। তবেই হয়ত আসতো আলো, নিবতো যত আঁধার কালো । কিন্তু না, আমরা তো নিজেরটাও ভালভাবে বুঝি না (!) হয়ত বুঝার চেষ্টাও করি না(!) নিকম্মাদের এই দেশে আমরা একেকজন এখন আস্ত আস্ত নিকম্মার পাহাড়।
ছড়া ভাল হয়েছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮
বাকপ্রবাস বলেছেন: আমার অতীতের কিছু ব্যক্তিগত অনিয়ম ছিল, হোক ছোটখাট আর এসব লেখা লেখার সময় আমি আত্মোউপলব্ধি করি কাজটা ঠিক হয়নি, সবাইকে এভাবে ভাবতে হবে, কেউ ভুলের উর্দ্ধে নয় কিন্তু আত্ম উপলব্ধি করে অনিয়ম থেকে দুরে থাকতে হবে আর সম্মিলিত প্রচেষ্টায় অনিয়মগুলো রোধ করতে হবে
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯
জুন বলেছেন: ঘুষ দিতে হয় প্রাপ্য সেবায় কথাটা একদম সঠিক বাকপ্রবাস।
+