নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

শিশুপাঠ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫০



মাখে শিশু কাদা জল
বকা দিয়ো নাকো
বল তাকে যতো পার
মাখো আরো মাখো।

কাদা জল মেখেমেখে
লাগুক টান বুকে
জন্মভূমির আলো হাওয়া
ভেসে উঠুক চোখে।

ধূলো ময়লা নোংরা ভেবে
বলো নাকো ছিঃ
ধরে বেধে রাখো যদি
শিখবে কিছু কি?

আলো মাখো বায়ু মাখো
মাখো কাদাজল
তাতেই শিশুর শরীর, মন
বাড়বে মনোবল।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: মিছ করছি, ছোটবেলার সেই স্মৃতিগুলো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৯

বাকপ্রবাস বলেছেন: হুম, কাদামাটিজল সবকিছু গায়ে মেখে বড় হলাম।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৯

বাকপ্রবাস বলেছেন: জীবনটা হোক এমনই, সহজ সরল সুন্দর

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


ফুটবল খেললেই দেশের মাটিকে বুঝতে পারবে শিশুরা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭

বাকপ্রবাস বলেছেন: মাঠতো নেই, সাতার কাটার জন্য জলও নেই

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

জগতারন বলেছেন:
লিখলেন কবিতা বাংলায়।
বললেন কথা বাংলা ভাষীদের,
প্রতীকী ছবি দেখালেন এক ভিন দেশি ছোট্ট মেয়ের।
ঠিকমত পারলাম না বুঝতে কাদের নিয়ে কী বলতে চেয়েছেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১১

বাকপ্রবাস বলেছেন: কিছু মনে করলেও একটু কটু কথা বলছি,
১) আপনি একটু বেশী বোঝতে চেয়েছেন বা থাকেন হয়তো তবে উল্টো বোঝাটাও একটা প্রকার অসুখ। সহজ বিষয়কে জটিল করে ভাববেননা।
২) ভাষা নিয়ে সাম্প্রদাযিক হবেননা, ভাষা শুদ্ধ পর্যন্ত থাকা ভাল, তবে হিন্দি, ইংরেজী এসব নিয়ে রাজনীতি বা সাম্প্রদায়িক হওয়া ঠিক নয়
৩) এটা শিশু নিয়ে ছড়া, এটা সকল শিশুর, কোন বর্ডার নাই। বাংলায় লেখা হল কিন্তু এটা সর্ব বিশ্বের সকল শিশুকে নিয়ে
৪) আমি চেয়েছিলাম শিশুটা বাংলাদেশী থাক, তবে তেমনটা ছবি নেটে বা গুগলে পাইনি, আর এই ছবি দেয়াটা আমি কোন নেগেটিভ ভাবতে চাইনি, সকল শিশু শিশুই, শিশুকে আমি সাম্প্রদায়িক দৃষ্টিতে দেখার চিন্তাও করিনা
৫) একটা শিশুর ছড়া আর ছবি দেখার পরও আপনি কিছুই বুঝলেননা এটা একটা বিরাট সমস্যা, সম্ভব হলে এমন মন মানসিকতা থেকে বের হয়ে আসুন।
৬) আপনি কী বুঝেননাই সেটাই আমি বুঝতে পারছিনা, যেটা বুঝলাম আপনার চিন্তার প্রকৃয়া ভুল।

ধন্যবাদ জানবেন

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৭

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১১

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন সুমনদা

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মাটিমাখা শৈশব হোক মুক্ত, বাঁধাহীন। +++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৬

বাকপ্রবাস বলেছেন: হুম, সেটাই। ধন্যবাদ রইল কিন্তু খুুব করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.