| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
খুকি তুমি পড়তে জানো?
জানি
ওয়াটার মানে?
পানি।
ক খ গ তার পরে কী?
ঙ চ ছ পারিতো সবই।
দুই থেকে দুই গেলে কত হয়?
কিছুইতো আর থাকেনা, শূন্য রয়।
খুকি তুমি খেলতে পারো?
পারি
কম্পিউটারে গেইম খেলি
চালাই গাড়ি।
ওমা সেকি! মাঠে যাওনা খেলতে?
মাঠে গেলেই পারো
মাঠতো নেই, মাঠের বুকে দালান কোঠা
উঠছে আরো আরো।
খুকি তুমি সাঁতার জানো?
না, মানলাম এবার হার
কোথায় পাব পুকুর, ডোবা
সাঁতরে হবো পার। 
খুকি তুমি ক্ষমা কর
সব আমাদের ভুল 
গাছের গোড়ায় কুড়াল মেরে
চাইছি ডালে ফুল।
 
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:৩৫
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন আপু
২| 
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:০১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
 
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:০২
বাকপ্রবাস বলেছেন: এবং ধন্যবাদ রইল খুব করে
৩| 
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৪:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাস্তবতা তুলে ধরেছেন কাব্য কথায়, 
আমরা মিথ্যার গলায় মালা দিয়ে, সত্যের খুঁজে ঘুরি!
 
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:০২
বাকপ্রবাস বলেছেন: আমরা শিশুকে একটা মেশিন মনে করছি, তাকে পড়ালেখায় এমন করতে চাইছি যাতে পরে একটা বিজ্ঞানি হয়ে যায়, অথচ তার বেড়ে উঠার পরিবেশ খেয়ে ফেলছি
৪| 
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৫:০৩
চাঁদগাজী বলেছেন: 
ভালোই লাগলো, বাংলার শিশুরা অবহেলার শিকার হচ্ছে, বয়স্করাও অবহেলিত হবে।
 
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:০২
বাকপ্রবাস বলেছেন: শিশুর কাছে আমরা অপ্রত্যাশা প্রত্যাশা করছি অথচ তার বেড়ে উঠার পথ রুদ্ধ করে দিচ্ছি
৫| 
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৮:৩৯
করুণাধারা বলেছেন: ভালো লাগলো।  
শিশুদের নিয়ে ভাবার সময় কোথায় আমাদের!!!!!!
 
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:১৮
বাকপ্রবাস বলেছেন: সেটাই, উপযোগ নষ্ট করছি আবার ভালো ফল আশা করছি
৬| 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৫:৩৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার ছড়া। আমরা কেড়ে নিচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে থেকে "মা-মাটির শৈশব", তাদের জন্য ভ্রান্ত এক নাগরিক জীবন গড়ে তোলার লক্ষ্যে।
 
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:২২
বাকপ্রবাস বলেছেন: হুম, ঠিক তায়, তার কাছে থেকে সব কেড়ে নিয়ে ভালো ফল আশা করছি
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯  দুপুর ২:২৮
মনিরা সুলতানা বলেছেন: সত্যি ই তাই গাছের গোড়ায় কুড়াল মেরে
চাইছি ডালে ফুল।
চমৎকার লেখা।