নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাম্মি ছবি পোষ্ট করেছে
ডেড্ডি দিল লাইক
আংকেল বলে মাশেআল্লাহ
পারলে নেবে মাইক।
কাজিন বলে ও মাই গড
কেমন সুন্দর আন্টি
সব্বাই দিল হার্ট ইমো
বাদ যাইনি বান্টি।
সেঞ্চুরি পার লাইক কমেন্ট
কবে হবে হাজার
মাম্মি এবার সেলফি তোলে
পোষ্ট ছাড়বে আবার।
ফেইসবুক এক আজব জিনিস
খুকি ভাবে মনে
বুড়োরা সব হচ্ছে শিশু
যাচ্ছে বয়েস কমে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২১
বাকপ্রবাস বলেছেন: আমি শিশু বিষয়ক লেখাগুলা অল এবাউট চিলড্রেন একটা ফেইসবুক গ্রুপে শেয়ার করি, সেখানে ইদানিং অনেক মহিলা ইন হয়েছেন, যারা নিয়মি নেচে গেয়ে ছবি ও ভিডিও শেয়ার করছে, আমি এডমিনকে অবগত করেছি, বললাম শিশু পেইজে সবতো বুড়িদের ফ্যাশন শো, শিশু কই? তিবি ব্যবস্থা নিবেন বলেছেন, খুব পেইন লাগছিল ব্যাপারটা তায় এটা লিখে সেই গ্রুপে শেয়ার করলাম যাতে তারা সেটা বুঝে
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
রাজীব নুর বলেছেন: সেই রকম হয়েছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২২
বাকপ্রবাস বলেছেন: হা হা ঘটনা কিন্তু সত্য, মাম্মিরা নিয়মিত ছবি শেয়ার করছে আর লাইক কমেন্ট পাচ্ছে
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছড়াটি দারুণ হইছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৩
বাকপ্রবাস বলেছেন: কিছু মহিলা নিয়মি ছবি শেয়ার করে আর কিছু শয়তান নিয়ম মাসেআল্লাহ বলে আর আমার নিয়মিত বমি আসে
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৫
নাহিদ০৯ বলেছেন: ছড়ায় ছড়ায় দারুন লিখেছেন। এটা একটা বাস্তব ঘটনার ই ছড়া। সবাই রিলেট করতে পারবে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৩
বাকপ্রবাস বলেছেন: আসল ব্যাপার গাজী ভাই এর কমেন্ট এর লিখেছি, আমি পেইন ব্যাপারগুলো নিয়ে, বমিও আসে
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১০
মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা।
অসাধারন হয়েছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৪
বাকপ্রবাস বলেছেন: খুুব করে ধন্যবাদ রইল কিন্তু রহমান ভাই
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল কিন্তু খুব করে
৭| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ১:০৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ফেইসবুক এক আজব জিনিস
খুকি ভাবে মনে,
বুড়োরা সব হচ্ছে শিশু
যাচ্ছে বয়স কমে।
পিচ্চিরা সব বড্ড বড়
পাকনামোতে বেশ,
এত্তসব কান্ড সে যে
বলে যায় না করা শেষ...
০৩ রা মার্চ, ২০১৯ রাত ১:৪৮
বাকপ্রবাস বলেছেন: পিচ্চি পেকে হচ্চে যত
পাকনামিতে সেরা
বুড়ো বুড়ির রং তামাশা
দিগুন বাড়ায় প্যারা
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
চাঁদগাজী বলেছেন:
ফেসবুক বাংগালীদের ফটো এলবামে পরিণত হয়েছে।