নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

মনে রেখো

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২০


রিং পরে মোবাইলে
হ্যালো বলার আগে
সালাম দেয়া লাগে।

পড়তে বসে সকাল সন্ধ্যা
রাব্বি জিদনি এলমা
বলতে ভুলনা।

খেতে বসে মজাদার
কোর্মা পোলাও হালিম
বিসমিল্লহির রাহমানির রাহিম।

এক দুই তিন চার
মনে রেখো পাঁচ
নামাজ নামাজ নামাজ।

বি.দ্র. ছবিতে উমামা। আমার বড় কন্যা। এই ছবি যেদিন তুলেছিল সেদিন ভ্যালেন্টাইন ডে ছিল। প্রবাস থাকি, তায় বাসায় ফোন করলে প্রথমেই কন্যাদের খবর নিই, প্রশ্ন করেছিলাম উমামা কী করছে, উত্তর আসল ছবিতে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ

সুন্দর হয়েছে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন আপু

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: গ্রেট।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯

বাকপ্রবাস বলেছেন: ভালোবাসা জানবেন ভাইযান

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনারফ বাচ্চা কোন শ্রেণীতে পড়ে?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

বাকপ্রবাস বলেছেন: বড়টা ক্লাশ টু, ছোটটা ঘরে

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫০

জাহিদ অনিক বলেছেন: বাহ ! আপনার এরকম লেখায় একান্ত নিজস্বতা প্রকাশ পায়। নিজের পরিবারের প্রতি অকৃতিম ভালোবাসা প্রকাশ পায়।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৭

বাকপ্রবাস বলেছেন: আমার ছড়াটা পোষ্ট করার পরপর উমামা ইমোতে ফোন করেছিল (ছড়া পড়ে নয়, এমনি করেছে) আমি বললাম আগে সালাম দাও, ও বলল কেন দেব? বললাম ফোন করলে আগে সালাম দিতে হয়, ও বলল আচ্ছা দিচ্ছি, আসসালামুআলাইকুম, এবার বলে তুমি জবাব দাও, আমি বললাম ওয়াইলাইকুম আসসালাম, এসব কথা শুনছিল ছোট উমায়রা, সেও বলে উঠলো আব্বাু আসসালামুআলাইকুম....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.