নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

পরী

০২ রা মার্চ, ২০১৯ দুপুর ১:৫৮


একটা পরী আমার ঘরেই থাকে
গুনগুন গুন গান করে সে
জড়িয়ে ধরে মাকে।

ঘুরেঘুরে সারা ঘরময়
ফুলের মতো সুভাসিত
সৌরভ ছড়ায়ে রয়।

মিষ্টি কথায় হাসে
মরুর বুকে ছায়া যেন
সোনা মেঘে ভাসে।

সেই পরীটা আমার ঘরেই থাকে
মনের কোনে সংগোপনে
স্বপ্ন জড়িয়ে রাখে।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:১০

ফেনা বলেছেন: সুন্দর।

০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:১৮

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন ফেনা।

২| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:১৩

করুণাধারা বলেছেন: এক পরীকে নিয়ে কবিতা, আরেক পরীর মুখ ভার হবে না?

কবিতা একটু বড় হলে ভালো হতো।

০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:২১

বাকপ্রবাস বলেছেন: বড় পরী নিয়ে অনেক লেখা হল আগে, একটু বড় হয়ে উঠাতে ছোট পরী প্রাধান্য পাচ্ছে হা হা হা। আসলে ছবিটা পাবার সাথে সাথেই লেখা আর ছেড়ে দেয়া, তাই বেশী বড় করা হয়নি।
ধন্যবাদ রইল পুরুদমে।

৩| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: আমারও একটা পরী আছে।

০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:৩০

বাকপ্রবাস বলেছেন: হুম। আপনার পরীকে আমি চিনি। এখনো চোখে ভাসে ছবিটা। শষ্য খেতে দাঁড়িয়ে ছবিটা তুলেছিল, ঠিক যেন ভিউ কার্ড। অনেক অনেক আদর পরীটাকে।

৪| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:৫০

নতুন-আলো বলেছেন: অনেক সুন্দর কবিতা ভালো লেগেছে

০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:৫৫

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ নতুন আলো

৫| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:৫৯

জাহিদ অনিক বলেছেন:

রাজীব নুর বলেছেন: আমারও একটা পরী আছে।
দুই পরীকেই অনেক অনেক আদর ও ভালোবাসা।

০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:০২

বাকপ্রবাস বলেছেন: পরীরা সব ব্লগে আসুক
উড়ুক ডানা মেলে
পরীরা সব ব্লগে থাকু
হেসে মেতে খেলে।

৬| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:১০

আরোহী আশা বলেছেন: অনেক সুন্দর কবিতা

০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:২০

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ অফুরন্ত

৭| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:৩১

মাহমুদুর রহমান বলেছেন: বাহ বাহ বাহ!

পরীটাকেও মাশা আল্লাহ খুব সুন্দর লাগছে।

০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:২০

বাকপ্রবাস বলেছেন: অতপর ধন্যবাদ রইল কিন্তু

৮| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:৩৫

হাবিব বলেছেন: খুব সুন্দর

০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ১২:৩১

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ লইবেন খুব কইরা

৯| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:৪৫

জগতারন বলেছেন:

মিষ্টি কথায় হাসে
মরুর বুকে ছায়া যেন
সোনা মেঘে ভাসে।


সুন্দর কথামালা।

০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ১২:৩১

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুব করে ধন্যবাদ

১০| ০৪ ঠা মার্চ, ২০১৯ ভোর ৪:১৩

বলেছেন: দারুণ ভালোলাগা +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.