নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

পাগলা মলম

০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৯


চুলকানির এক মলম আছে
পাগলা মলম নাম
জোয়ান বুড়ো নিতে হবে
চুলকানি যার কাম।

আঙ্গুলের ফাঁকে হাটুর উপরে
চুলকায় সারা গা
যত চুলকায় তত মজা
চুলকাইতে চুলকাইতে ঘা।

চুলকানিতো মজার রোগ
রসগোল্লার স্বাদ
ইচ্ছে করে কামলা খাটাই
চুলকাবি দিন রাত।

চুলকানির বংশ হবে ধ্বংস
চিন্তার কিছু নাই
একটাই উপায় হাতে নিন
পাগলা মলমটাই।

বিশটাকা দাম লেখা আছে
প্রচার স্বার্থে দশ
গ্যারান্টি দিলাম শতভাগ
চুলকানি হবে বশ।

যাচ্ছে চলে আর পাবেননা
পাগলা মলম নাম
ঘা পাচড়া আর চুলকানিটা
বিনাশ যার কাম।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: এই মলম টা রাস্তায় বিক্রি করতে দেখেছি।

০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ১:৩৭

বাকপ্রবাস বলেছেন: ফেইসবুকে এটা নিয়ে মজা করছিল, আমি ওখান থেকে নিলাম

২| ০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ২:০৩

অফলাইন বলেছেন: মলমের তো অনেক গুন ।
কিনতে হবে ।
কবিতা সুন্দর হয়েছে ।

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:১১

বাকপ্রবাস বলেছেন: অফলাইনে কিনিয়েন হা হা হা

৩| ০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ফেইসবুকে এটা নিয়ে মজা করছিল, আমি ওখান থেকে নিলাম

অকে।

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:১৫

বাকপ্রবাস বলেছেন: আঙুলের চিপায় চাপায় সারা শরীরে খাউঝানী চুলকানি বিচি পাছরা গোটাগাটি গা পাছরায় ভরে গেছে একটি পাগলা মলম আপনি ব্যবহার করেন প্রতিটি মলম বিশ টাকা !!বিশ টাকা শুধু মাত্র কম্পানির প্রচারের জন্য মাত্র দশ টাকা
বস্তূর নিচে হাটুর উপরে সারা শরীরে চুলকায়
চুলকানি কিন্তু একটা মজার রোগ
যখন চুলকানি শুরু হয় মনে হয় সত্তুর টাকার কামলা লইয়্যা চুলকাই কি যে ভালো লাগে চুলকাতে হায়রে মজার চুলকানি
চুলকানির টাইমে মনে হয় মরণচান্দের রসগোল্লা খাচ্ছেন এতো মজা
চুলকাইতে চুলকাইতে চামড়া তুইলা ফালাইছেন ভালা জায়গা চুলকাইয়্যা গা বানাই ফালাইছেন
চর্মরোগ চুলকানি তো দুরের কথা একটা ঘামাচির বিচিও আপনার শরীরে থাকবে না
চুলকানির বংশ হবে ধ্বংস

৪| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য।

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৪০

বাকপ্রবাস বলেছেন: হুম হাহা হাহাহাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.