নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

কাক

০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০১


কাকেস্বর কর্কশ বলে
তুচ্ছ যত কর যে
সেই কাকইতো ভোরের বেলা
ডাকে নিজ গরজে।

অপিষ লেইট বসের ঝারি
নামবে চোখে বরষা
এলার্ম যখন বন্ধ হবে
কাকের ডাকই ভরসা।

ময়লা খাবার খেয়ে সাবাড়
কমায় শহর পলিউশন
বাস ট্রাকের হর্ণ দূষণ
কর্কশেই হয় প্রটেকশন।

কোকিল যতই বাসো ভাল
পাবে কেবল বসন্তে
কাকই তোমার চির সাথী
দাড়ি কমা হষন্তে।

কাকই ভাল হোকনা কালো
কাকই বাংলার জিন্দাবাদ
কাক ছাড়া যে এতিম শহর
কর্কশে তায় চিন্তা বাদ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১১

নয়া পাঠক বলেছেন: সাবার- সাবাড় হবে। সুন্দর কবিতা, বাস্তবতা!

০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

বাকপ্রবাস বলেছেন: এক্সট্রা ধন্যবাদ, বানানে আমি একদমই যাচ্ছেতায়

২| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: আমাদের এলাকায় প্রচুর কাক আছে।দিনরাত চব্বিশ ঘন্টা ডাকাডাকি করে।

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ২:৫৭

বাকপ্রবাস বলেছেন: হুম কাক দিনের নিত্য সঙ্গী

৩| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:



রাজৈিতি থেকে হঠাৎ ছড়ার জগতে?

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ২:৫৮

বাকপ্রবাস বলেছেন: হা হা হা রাজনীতি হলে বিতর্কিত হতে হয় তায় ছড়ার দিকে মোড় নেবার চেষ্টা

৪| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: বেশ হয়েছে।

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ২:৫৯

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন কিন্তু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.