| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
১
ভোট দিতে গেলে বলে ঘরেই থাকুন আজ
আমরা আছি দিয়ে দেব এমন কী আর কাজ
ডাকছে এবার আসুন
মিষ্টি কথায় ফাসুন
সিইসি নামক দোড়া শাপের থাকতে নাই লাজ। 
২
তরকারীতে লবণ বেশী ঝালে পুড়ে গাল
পাক ভারতের রেশারেশি থাকবে চিরকাল 
ঝগড়াঝাটি শেষে
হাসে বাংলাদেশে
হাতের মুঠোই ফাঁক গলে স্বাধীন একাত্তর শাল। 
৩
গুগলি ছুড়ে ভাবে মুদি নাইযে কোন রক্ষা 
নির্বাচনের দাঙ্গা মানেই সংখ্যালঘুর অক্কা
ওভার স্ট্যাপ হলে
নো বল বলে 
খানের আর চিন্তা কী জোরসে হাঁকায় ছক্কা।
 
০৬ ই মার্চ, ২০১৯  বিকাল ৫:১৩
বাকপ্রবাস বলেছেন: ভাবনাটা খুবই সহজ সরল আর সুন্দর কিন্তু আমরা নিজেরাই জটিল করে এমন করেছি যে মানুষ মানুষকে মারতে পারলে যেন মানুষই স্বার্থক
২| 
০৬ ই মার্চ, ২০১৯  সন্ধ্যা  ৬:৩৭
ম্যাড ফর সামু বলেছেন: ভাই কিছু টাইপো আছে তাছাড়া কবিতা ভালোই লাগলো। তবে মাহমুদ ভায়ের সাথে সহমত!
 
০৭ ই মার্চ, ২০১৯  রাত ৩:১৬
বাকপ্রবাস বলেছেন: এবং ধন্যবাদ খুব করে
৩| 
০৬ ই মার্চ, ২০১৯  রাত ১০:৫৫
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
 
০৭ ই মার্চ, ২০১৯  রাত ৩:১৬
বাকপ্রবাস বলেছেন: খুব খুব খুব করে ধন্যবাদ রইল
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৯  বিকাল ৪:৫০
মাহমুদুর রহমান বলেছেন: আমি মনে মনে ভাবি,
এসব হিংসা-প্রতিহিংসা,স্বার্থ যে দিন থেমে যাবে দেশ উন্নতির দিকে ধাবিত হবে।