নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

লিমেরিক

০৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৯


ভোট দিতে গেলে বলে ঘরেই থাকুন আজ
আমরা আছি দিয়ে দেব এমন কী আর কাজ
ডাকছে এবার আসুন
মিষ্টি কথায় ফাসুন
সিইসি নামক দোড়া শাপের থাকতে নাই লাজ।

তরকারীতে লবণ বেশী ঝালে পুড়ে গাল
পাক ভারতের রেশারেশি থাকবে চিরকাল
ঝগড়াঝাটি শেষে
হাসে বাংলাদেশে
হাতের মুঠোই ফাঁক গলে স্বাধীন একাত্তর শাল।

গুগলি ছুড়ে ভাবে মুদি নাইযে কোন রক্ষা
নির্বাচনের দাঙ্গা মানেই সংখ্যালঘুর অক্কা
ওভার স্ট্যাপ হলে
নো বল বলে
খানের আর চিন্তা কী জোরসে হাঁকায় ছক্কা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৫০

মাহমুদুর রহমান বলেছেন: আমি মনে মনে ভাবি,
এসব হিংসা-প্রতিহিংসা,স্বার্থ যে দিন থেমে যাবে দেশ উন্নতির দিকে ধাবিত হবে।

০৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:১৩

বাকপ্রবাস বলেছেন: ভাবনাটা খুবই সহজ সরল আর সুন্দর কিন্তু আমরা নিজেরাই জটিল করে এমন করেছি যে মানুষ মানুষকে মারতে পারলে যেন মানুষই স্বার্থক

২| ০৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

ম্যাড ফর সামু বলেছেন: ভাই কিছু টাইপো আছে তাছাড়া কবিতা ভালোই লাগলো। তবে মাহমুদ ভায়ের সাথে সহমত!

০৭ ই মার্চ, ২০১৯ রাত ৩:১৬

বাকপ্রবাস বলেছেন: এবং ধন্যবাদ খুব করে

৩| ০৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৭ ই মার্চ, ২০১৯ রাত ৩:১৬

বাকপ্রবাস বলেছেন: খুব খুব খুব করে ধন্যবাদ রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.