নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ধার দেনা

১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

আমার লোনগুলো শোধ হয়ে গেলে
আমি আনমনা হয়ে যাব
ছড়া লিখবো দিনরাত
শুয়ে কাটাবো ছুটির দিনে
আমার মেয়ের পাঁচটা আবদার
সেগুলো পূরণ করবো। তারমধ্যে
অন্যতম আবদার ছিল
ওদের কাছে গিয়ে থাকতে হবে।
ধারদেনা আর ভাল লাগেনা
আমাকে আড়ষ্ট করে রাখে
সারাক্ষণ মনে হয় গলায় কাটা বিধে আছে
ঢোক গিলতে গিয়ে বাঁধে, মনে করিয়ে দেয়
কী যেন নেই, অসংগতি কোথাও ঘাপটি মেরে আছে।
আমার লোন গুলো শোধ হয়ে গেলে আমি
ঘুম দেব একনাগাড়ে সপ্তাহ পার। তার আগে
আর কিছু ধার করতেই হচ্ছে। না'হলে
করতে পারছিনা দিন পার।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: খুব ভালো হয়েছে।

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৩

বাকপ্রবাস বলেছেন: হু, লিখি এক করি আরেক

২| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১২:১৩

আকতার আর হোসাইন বলেছেন: লেনদেন এর দুনিয়া... কিছু নিতে হয়... কিছু দিতে হয়... দুনিয়া যেন এই চক্রাকারে চলছে।

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৩

বাকপ্রবাস বলেছেন: ধারদেনা করবনা শপথ কিন্তু আবারও তার কাছে হাত পাতা

৩| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৩:০৮

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগলো খুব।

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৩

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ খুব করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.