নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখিরা উড়ে যায়, দূরে যায়, সোনা রোদ গায়ে মেখে
বাকিরা থেকে যায়, রয়ে যায়, সাগর স্বপ্ন বুকে রেখে
আকাশ হাসলে নীল, কাঁদলে মেঘ, চাঁদ তারা জ্বলে
সময় চলে যায় টের পাইনা আর চুপি চুপি না বলে
ডায়রীর পাতায় কবিতা ছড়া ঝাপসা চোখের আলো
চশমাটা মুছেমুছে স্বচ্ছ দেখার চেষ্টা, যাবে দিন ভালো
অনেক রোদ ছায়া মাড়িয়ে চল্লিশের সীমারেখা পার
রোগ ব্যধির দিন শুরু ক্লান্তিদের হুমকি,দেবেনা ছাড়
যেতে হবে অনেক দূর খুঁজে পাব শান্তির নীড়
শেষ বিকেলে তাকিয়ে দেখি গাছের পাতা শান্ত নিবিড়
আসলে মায়া সব ছড়িয়ে ছিটিয়ে থাকে চারপাশ
ধরতে পারেনা যারা ঘুরে মরে জীবন ছায়পাশ
দাঁড়ি কমা ছাড়া জীবন আসলে ঠিক এমনই হয়
সুকন্যার হাতে গচ্ছিত সব, আর নয়, আর নয়।
-
বি.দ্র. আমি লেখাতে ছবি এ্যাড করলে কেন জানি হয়না, পারছিনা, তায় কমেন্ট বক্সে ছবি দেবার চেষ্টা করছি।
২| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর।
৩| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:০৫
আকতার আর হোসাইন বলেছেন: খুব সুন্দর
৪| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
৫| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:১০
মাহমুদুর রহমান বলেছেন: দাঁড়ি কমা ছাড়া জীবন আসলে ঠিক এমনই হয়
সুকন্যার হাতে গচ্ছিত সব, আর নয়, আর নয়।
খুব চমৎকার লাগলো এই চরণদ্বয়।
৬| ১৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৬
খায়রুল আহসান বলেছেন: কবিতার শুরুটা খুব সুন্দর হয়েছে। শেষের লাইনটার অর্থ মনে হয় কবিতার সাথে আমি ঠিকমত মেলাতে পারিনি।
২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৪
বাকপ্রবাস বলেছেন: সুকন্যার দুইটা রূপ ধরে শেষ লাইনটা, একটা হলো মানবী সুকন্যা, যার মায়ায় পড়ে জীবন থেমেথেমে চলে, যাকে হারানোর ব্যাথায় জীবন অচল হয়ে যেতে চায়, সেই সুকন্যার হাতে জীবনটা আর রাখা চলেনা, জীবন এবার মুক্তি চায়, সে এগিয়ে যেতে চায়।
আবার জীবনের পথে বাঁধাগুলো, অন্তরায়গুলো যেন মায়াময় সুকন্যা, কোন একটা মোহ ঘিরে রাখে সেই মায়াময় সুকন্যটা, তার থেকে এবার উত্তরণ চায় জীবন, কোন মায়ার ফাঁদে আর ধরা দিতে চায়না জীবন।
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
বাকপ্রবাস বলেছেন: লেখাতে ছবি সংযুক্তি কোনভাবেই পারছিনা তায় ফেবু লিংকটাই দিয়ে দিলাম, সেখানে ছবি আছে, যে ছবি দেখে আমার এই কবিতা।
view this link