নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাছ
-
ছোট মাছ পাখি খায়
পাখিরা মজা পায়
জলাশয় ঘিরে তায় পাখিদের ভীড়
বড় মাছ জালে ধরে
জেলে ভাই ফিরে ঘরে
বাজারে বিক্রি করে চলে তার নীড়।
জলে জীবন মাছেদের
জল পেলেই নাচে ফের
চোখে তবু, জল কভু আসেনা
চোখে তার পাতা নেই
বৃষ্টিতে ছাতা নেই
সর্দি জ্বরে গলা খেকে কাশেনা।
ঘোলাজল
-
ওয়াশার পানিটা
বিশুদ্ধ জানি তা
যদিও রংটা লালচে
আছে কিছু বদ লোক
জিবাণুর অভিযোগ
মিছেমিছি বদনাম ঢালছে।
ওয়াশার এমডি
জানদি প্রাণদি
চকচকে রাখে রোজ জলটা
জনতার বাকা চোখ
ঘোলা জল দেখে সুখ
ঘাটাঘাটি করে শুধু মলটা।
বাঙ্গালীর স্বভাবে
আয়োডিন অভাবে
গোলমাল করে শুধু রাজ্যে
সাদা জল দেখেনা
যত বলি শেখে না
পানিটাই দেবনা আজ যে।
২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৩
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ খুব করে
২| ২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৪
বাকপ্রবাস বলেছেন: খুব কইরা ধন্যবাদ রইল কিন্তু
৩| ২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দারুন।
২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১১
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন সৌরভ ভাই
৪| ২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৫
রাজীব নুর বলেছেন: দু'টাই খুব সুন্দর হয়েছে।
ওয়াসার পানি আমাদের এলাকায় গত কয়েকমাস ধরে খুব খারাপ অবস্থা।
২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১৯
বাকপ্রবাস বলেছেন: হুম জুরাইনে ওয়াসার শরবত নিয়ে বেশ হৈচৈ হচ্ছে দেখলাম
৫| ২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৮
এ.এস বাশার বলেছেন: খুব সুন্দর ভাইয়া। অনেক দিন পর আসলাম। কেমন আছেন....
২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২০
বাকপ্রবাস বলেছেন: বাশার ভাই আমিও খুব বিজি থাকি, রাত দুইটার পর ঘুমাতে যাই, সকালে ৯টায় অপিষ আসি, টাইম কুলাতে পারিনা
৬| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৬
ব্লগার_প্রান্ত বলেছেন: ছোট মাছ তো "পাখি" খাওয়ার কথা না, পানির নিচে ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড় থাকে, ছোট মাছ সেগুলো খায়
২৬ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:০৮
বাকপ্রবাস বলেছেন: কীরে ভাই ছবি সহ দিলাম বগা মাছ খায় তবুও কিভাবে বিশ্বাস করব ছোট মাছ পাখি খায়না
৭| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১০
হাফিজ বিন শামসী বলেছেন:
দুটোই ভালো হয়েছে।
তবে প্রথমটা পড়ে মন থেকে কিছু সময়ের জন্য কালিমা মুছে গিয়েছিল।
ভাললাগা রইলো।
২৬ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:০৯
বাকপ্রবাস বলেছেন: আন্তরিক ধন্যবাদ রইল কিন্ত
৮| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:১৫
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর হয়েছে।
২৬ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:১০
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল কিন্তু খুব করে
৯| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সমসাময়িক বিষয় নিয়ে চমৎকার ছড়া !
২৬ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:১১
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন লিটন ভাই
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৫
করুণাধারা বলেছেন: বাহ্, বাহ্! দারুন। সমসাময়িক ঘটনা নিয়ে দারুন কবিতা।