নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

চুপ চাপ

২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৩:১৬


চাপ নি‌য়ে চাপাচা‌পি ক‌রে যারা হরদম
‌চে‌পে ধ‌রে ব‌লে আবার চাপ দেয় কোনজন!
‌চে‌পে‌চে‌পে চ্যাপ্টা দে‌খে তবু গোল‌গোল
চাপা খান, চে‌পে যান, ক‌রোনা‌কো শোর‌গোল।

গলাটা‌কে চে‌পে ধর, চেচায় শালা কোনজন
‌চে‌পে স্বর ভোতা কর, কা‌নে বা‌জে ভনভন।
‌মি‌ছে ক‌রে অ‌ভি‌যোগ আ‌মি না‌কি চাপ দিই
চাপটাই চায় ও‌দের ক‌তো আর মাফ দিই।

ধ্যুতশালা জনগণ চাপ ছাড়া দ‌মেনা
চাপ খেলেই চুপচাপ না খে‌লে ক‌মেনা।
কে আ‌ছে ব‌লে কথা, ধর ও‌রে চাপ দে
হাত পা ছাড়া তবু, বাঁধা ভে‌বে কা‌ন্দে।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় প্রবাসী ভাই,

অনেকদিন পর আবার আপনার পোস্ট দেখলাম। বেশ ভালো লাগলো। চুপচাপ চাপাচাপির গল্প বেশ ইঞ্জয় করলাম।

শুভকামনা জানবেন।

২৪ শে মে, ২০১৯ সকাল ৮:৫১

বাকপ্রবাস বলেছেন: টাইম পাইনা, অনেক বিজি থাকি, তায় ব্লগে আসা হয়না, কিন্তু ব্লগের প্রতি একটা টান অনুভব করি তায় একটুু ঢু মারলাম

২| ২৮ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪১

হারাধ০১ বলেছেন: সুকুমার রায় মনে পড়ে গেল । তবে আপনার লেখায় কিছুটা রাজনীতির গন্ধ আছে।

২৪ শে মে, ২০১৯ সকাল ৮:৫২

বাকপ্রবাস বলেছেন: আমার মেক্সিমাম লেখাই রাজনীতি ঢুকে যায়

৩| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২৮

মাহমুদুর রহমান বলেছেন: সত্যি কথা বলতে এদেশের জনগন এখন গ্রামাঞ্চলে কথিত ভাদাইম্যাদের মতো হয়ে গেছে।
এদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবো না।একাত্তরের জনগনের নখের যোগ্যতাও নেই বর্তমান জনগনের।

২৪ শে মে, ২০১৯ সকাল ৮:৫৩

বাকপ্রবাস বলেছেন: একাত্তরের চেতনাটাকে ডালভাত বানিয়ে পুরো জাতিকেই ঘোল খাইয়ে রাখা হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.