নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা শয়তান চিনি
মানুষ রূপে থাকে
সবাই দেখে রূপে গুণে
মিলবেনাতো লাখে।
ধর্মেকর্মে সেরা সবার
দানে সবার আগে
কেউ শুনেনি গালমন্দ
কখনো না রাগে।
আপদ বিপদ ঝড়ঝাপটায়
ঝাপিয়ে পড়ে সে
তাহাজ্জুতে খোদার আরস
কাঁপিয়ে তুলে যে।
পায়যে হাসি কান্ডকীর্তি
মুখোশ বুঝা দায়
কীইবা আর করার আছে
ঘাড়তো একটায়।
কেবল দেখি তাকিয়ে থাকি
মুখ খুলিনা মোটে
সবাই ভাবে এমন মানুষ
কোন সভ্যতায় জোটে!¡
২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদআপু
২| ২০ শে মে, ২০১৯ দুপুর ২:৪১
যাযাবর চখা বলেছেন: কবিতা ভালো লাগলো।
২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু
৩| ২০ শে মে, ২০১৯ রাত ৮:১৭
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
২৪ শে মে, ২০১৯ সকাল ৮:৪০
বাকপ্রবাস বলেছেন: থ্যাংক ইউ বড়ভাই
৪| ২০ শে মে, ২০১৯ রাত ১০:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ।
খুবই ভালো লাগলো।
২৪ শে মে, ২০১৯ সকাল ৮:৪০
বাকপ্রবাস বলেছেন: মাঝে মাঝে কমেন্ট পড়েই মুগ্ধ হই হা হা হা
৫| ২২ শে মে, ২০১৯ বিকাল ৫:০৯
মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগে নি।
২৪ শে মে, ২০১৯ সকাল ৮:৪০
বাকপ্রবাস বলেছেন: সুপার কমেন্ট
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০১৯ সকাল ১০:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে