নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাটতে নাকি জানেনা কেউ
কে বলেছে ভাই
এই দেখনা জব্বার মিঞা
কেবল হেঁটে যায়।
আসতে যেতে কিলো আশি
হাঁটতে হাঁটতে মন্ত্রী
বিনা ভোটের টেকনোক্রেটে
জব্বার গণতন্ত্রী।
চাটতে নাকি জানেনা কেউ
কে বলেছে ভাই
এই দেখনা কেমন চাটা
জব্বার চেটে যায়।
চাটতে চাটতে জব্বার এখন
স্বপ্ন দেখে আরো
গদির ছাঁয়ায় কাটবে জীবন
ধার ধারেনা কারো।
-
তোমরা যে যা বলিস ভাই
জব্বারে দেশ ভরে গেছে
কিছুই করার নাই।
_________________
জব্বার
_________________
ঠিক বলেছ ঠিক
আমরা যারা গো বেচারা
আহাম্মুক পাবলিক।
বিজ্ঞাপনে চলি
কালো চামড়া ফর্সা করতে
কতো কী যে ডলি।
কাজতো হয়না তাও
এটা সেটা মাখতে মাখতে
গচ্ছা টাকা ফাও।
ঠিক বলেছ ঠিক
উন্নয়নের ফন্দিফিকির
বোঝেনা পাবলিক।
স্বপ্ন দেখায় শুধু
লুটেপুটে রয়না কিছু
শূণ্য রিজার্ভ ধূধূ।
চোরের বড় গলা
উন্নয়নের সূচক বাড়ে
আদতে কাচকলা।
ঠিক বলেছ ঠিক
গন্ডগোলের গোড়ায় থাকে
আহাম্মুক পাবলিক।
যা বোঝায় তায় বুঝে
নিজের মগজ বন্ধক রেখে
পরের মগজ খোঁজে।
যা হবার তা'য়
সুবিধাবাদী ধান্দা করে
গোয়া মেরে খায়।
_________________
ঠিক বলেছ ঠিক
_________________
ভেজাল যখন সবখানে
আসলে তায় সন্দেহ
প্রেমিক ভাবে প্রেমতো হলো
ঠিক আছেতো মন, দেহ!
ভেজাল পথেই রাস্তা সিধা
নইলে যাচ্ছে আটকে ফাইল
ঘুষটা পেলে খুলছে ফিতা
নইলে ঘুরছে হাজার মাইল।
ভেজাল বিবেক বুদ্ধিজীবি
খুচরো চেলা সাংবাদিক
আসল খবর আড়াল করে
গদির খুঁটি চাটছে ঠিক।
ভেজাল ভোটের রাজনীতি আর
গুজামিলের চেতনায়
উন্নয়নের ফানুস উড়ে
লুট করে খায় গোটা দেশটায়।
ভেজাল যখন অস্থিমজ্জায়
আসলে তায় অরুচি
আসলে আর মুখ রুচেনা
ভেজাল তেলে খাই লুচি।
_________________
ভেজাল প্রিয়
২৪ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৩
বাকপ্রবাস বলেছেন: হাঁটলেই শুধু হয়ে যাবে কে বলেছে ভাই
হাঁটার সাথে নিয়ম করে চাটার অভ্যাস চাই
২| ২৪ শে মে, ২০১৯ সকাল ১০:৩০
মা.হাসান বলেছেন: ইহা একের ভিতর তিন নহে, একের ভিতর বহু হইয়া গিয়াছে। । পোস্টে পিলাচ।
২৪ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৪
বাকপ্রবাস বলেছেন: হা হা হা রমাদান মোবারক
৩| ২৪ শে মে, ২০১৯ বিকাল ৩:০০
চাঁদগাজী বলেছেন:
পদ্যে কিছু বলতে হলে, লেখার আকার ছোট রাখার দরকার; আমার ধারণা, পদ্যের আকার বেশী বড় হলে, পাঠকেরা আগ্রহ হারিয়ে ফেলেন।
২৪ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৫
বাকপ্রবাস বলেছেন: এই খানে তিনটা দিলাম, আর তিনটারই আকার দূর্ভাগ্যক্রমে বড় হয়ে গেল, সেই উপদেশটা আমি অনেককেই করেছি, আজকে আমার ঘাড়েও এসে পড়ল হা হা হা।
৪| ২৪ শে মে, ২০১৯ বিকাল ৪:০৫
রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।
২৪ শে মে, ২০১৯ বিকাল ৪:৩০
বাকপ্রবাস বলেছেন: হা হা হা আগের অনেক মন্তব্যের উত্তর আজ দিলাম অনেকদিন পর। উত্তর না দেয়াটা খুবই বদভ্যাস, ইদানিং আমার এমনটা হয়ে থাকে।
৫| ২৪ শে মে, ২০১৯ রাত ৯:০৬
মেঘ প্রিয় বালক বলেছেন: ভালো লিখেছেন,একটি কবিতায় অনেক কিছু তুলে ধরেছেন,রাজনীতি,ভেজাল ভোট ইত্যাদি।
৬| ২৪ শে মে, ২০১৯ রাত ৯:৪৪
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু
৭| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩৮
খায়রুল আহসান বলেছেন: সময়ের প্রতিবিম্ব।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৯ সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: আমি তো জীবনে বহু হাঁটলাম। আজও হাঁটছি। হেঁটেই চলেছি। কই আমার তো কিছু হলো না।