নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

একের ভেতর তিন

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫


পেঁয়াজ
=-=-=-=
একটা পেঁয়াজ পাতার ভেতর পাতায় মোড়া
সর্বাঙ্গে ঝাজ তার আগাগোড়া
তাকে ছাড়া হয়কি রান্না! পায়যে কান্না খোলস ছড়ালে
রাজনীতি জড়ালে
সেই পেঁয়াজটার দাম বাড়ে আর কমে মান
দারুণ অভিমান
আমি খাইনা আপনিও ছাড়ুন প্রধানমন্ত্রী গায়
শোন পেঁয়াজ ভাই
কালও ছিলে আজও তোমাকে চাই
থেকো তুমি যেমন ছিলে
চালে ডালে নুনে মিলে
রাজনীতিতে মন দিওনা আর থেকোনা আটকে ওপারে
কার বা বলো সাধ্য আছে তরকারীতে তোমাকে ছাড়ে।
............................................

ভাবিয়া বাড়াইয়ো দাম
=-=-=-=-=-=-=-=-=
পেঁয়াজের নাহয় দাম বেড়েছে
আড়তদারের গুণে
তোমার কেন দাম বেড়েছে
ধন্য হতাম শুনে।

ফোন দিলে রিসিভ হয়না
এংগেজ টোন মাতায়
নামটা তবে বাদ পড়েছে?
তোমার প্রেমের খাতায়!!

দিনতো আর সমান যায়না
পেঁয়াজের দামও কমবে
যেদিন আমি মুখ ফেরাবো
সিদিন ঠিকই দমবে।

ভাববে মিছে দাম বেড়েছে
খাচ্ছেনা আর কেউ
বুঝবে সেদিন উজান বাইবে
প্রেম যমুনার ঢেউ।
.................................................

হাতিকান্ড!
=-=-=-=-=
একটা হাতি ঢুকল আমার কানে
বলল গানেগানে
রাজনীতির আর লিখবি নাকি ছড়া
দেশে এখন আইন কানুন কড়া।

আমার কি'যে দশা
কানের ভিতর আস্ত হাতি বসা
শুঁড়টাকে করছে নড়াচড়া
মগজটাতে খাচ্ছে ভীষণ ঘসা।

কথা দিলাম লিখবনা আর কিছু
তবেই হাতি ছাড়ল আমার পিছু
পেঁয়াজ, লবণ ওসব ছেড়ে আমি
লিখি এখন আম, কাঁঠাল, লিচু।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১০

নুরহোসেন নুর বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রীর মত সবাই পেঁয়াজ খাওয়া বন্ধ করলে পেঁয়াজের মুল্য কমে যেত।

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৫

বাকপ্রবাস বলেছেন: এমনটা করা গেলে ভালই হতো, এটা বেশীদিন ধরে রাখা যায়না, পঁচে লস হরে তবেই মজা হত।

২| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৬

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা পুরোপুরি অন্যদের উপর নির্ভরশীল হয়ে গেছে; ১৮ কোটী মানুষের জন্য প্ল্যানিং করতে পারবেন, নাকি ছড়া লিখবেন বসে বসে?

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৭

বাকপ্রবাস বলেছেন: খুব বেশী প্ল্যান যে করতে হবে এমনও না, প্রথমত ঠিক করতে হবে আমরা ভাল কিছু করব, তারপর প্রাথমিক লেভেল থেকে সেই ইচ্ছাটা শিশুদের মনে মগজে ভরে দেবার পরিবেশ সৃষ্টি করতে পারলেই একটা জাতি সুস্থ্য সবল হযে যাবে, আমরা এখন চিন্তায় ভিষণ অস্থির এবং অসুস্থ্য, কী রাজনীতি, কী সমাজনীতি, পরিবারনীতি সব জায়গায় আমাদের চিন্তা ঠিক আছে বলে মনে হয়না। আমার আমার আর খাই খাই এবং নিয়ম কানুন আদপ কায়দার বালায় নাই অবস্থা

৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

মুজাহিদুর রহমান বলেছেন: ওয়াও! অনেক মজা পেলাম কবিতাটি পড়ে।

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪০

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুব করে ধন্যবাদ

৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭

হাবিব বলেছেন: দারুণ লিখেছেন.........

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৪

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ স্যার।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: এত দিন কোথায় ছিলেন??
বহু দিন পর আপনার পোষ্ট পেলাম।

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭

বাকপ্রবাস বলেছেন: চাকরী, পার্ট টাইম সব মিলে আমি সময় পেতামনা ব্লগে আসার, কিন্তু ফিল করতাম খুব। ইদানিং একটু সময় পাচ্ছি, সামনে ছুটিতে দেশে যাবো, তায় কাজ কর্ম কমিয়ে আনছি, সেই সুবাদে ব্লগে আবার আসার চেষ্টা। এই ব্লগে আসলে কিংবা না আসলেও এই ব্লগ মনে পড়লে যাদের নাম ভেসে উঠে আপনি তাদের মধ্যে একজন। ধন্যবাদ জানবেন বড়ভাই

৬| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮

বিজন রয় বলেছেন: অনেক দিন পর!! কেমন আছেন?

আপনাকে মিস করেছি খুব!!

লিখুন নিয়মিত।
শুভকামনা।

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩

বাকপ্রবাস বলেছেন: ব্লগকে খুব মিস করি, কিন্তু সময় পাচ্ছিলামনা, খুব বিজি সময় যাচ্ছিল, সামনে ছুটিতে যাবো, সেই আনন্দে ব্লগে আসা হা হা হা, ভালবাসা জানবেন ভাইযান।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুব করে ধন্যবাদ, কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.