নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

যে প্রেমে নাই বি‌চ্ছেদ

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬


ছড়া ‌যে, আমায় গেল ছা‌ড়ি আ‌মি গেলাম তা‌কে
আমরা দু'জন কেউ জা‌নিনা কে যে, কোথায় থা‌কে।

একটা সময় ছিল দু'জন দারুণ মাখামা‌খির
‌আস‌তো ছড়া ঝড় বাদ‌লের, ঋতু, ফুল ও পা‌খির।

ছড়ার জন্য রাত জাগা আর অ‌পিষ কা‌জের ভুল
ক‌রে হি‌সেব আ‌বোল তা‌বোল ছিড়ি মাথার চুল।

রাজনী‌তির এই মাঠটা গরম ছড়ায় তার প্রভাব
উ‌চিত কথা হা‌সি ঠাট্টায়, বলা ছড়ার স্বভাব।

‌প্রে‌মের ছড়া মি‌ষ্টি যেমন বি‌চ্ছে‌দেও তার ছন্দ
‌সে চ‌লে তার ম‌র্জি ম‌তো মে‌খে দ্বিধা দ্বন্দ।

হঠাৎ ত‌বে কী'‌যে হ‌লো ব্যাস্ত চলার ভা‌জে
‌সেই‌যে ক‌বে গেলো ছড়া আর‌তো আ‌সেনা'‌যে।

‌তোমায় ছড়া মিস ক‌রি আর কিস ক‌রি তোর বু‌কে
আস‌লে ছড়া জ‌ড়ি‌য়ে ধ‌রি সাধ্য'বা কার রো‌খে!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: কিস-মিসময় ছড়া!

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

বাকপ্রবাস বলেছেন: হা হা হা (আমি কিছু কিসমিস কিনে রেখেছিলাম কিন্তু খাওয়া হয়না)

২| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

বাকপ্রবাস বলেছেন: এবং খুব করে ধন্যবাদ জানবেন

৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: অনেক দিন পরে এলেন। আশাকরি কুশলে আছেন।
বরাবরের মতই ছড়া ভালো লেগেছে।
শুভকামনা প্রিয় প্রবাসী ভাইকে।

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৬

বাকপ্রবাস বলেছেন: খুব বিজি ছিলাম, ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয় বড়ভাই

৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৯

হাবিব বলেছেন: আপনাকে আবারো ছড়ার জগতে স্বাগতম

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন ছড়ার রেলগাড়ী

৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৮

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে সুপ্রভাত ও ধন্যবাদ

৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: অনেকদিন পর।

আপনার হাইকু মিস করি।




বহুক্ষণ, বহুদিন পরে, পুরানো দিনের স্মরণে
এলো ছড়া বাকপ্রবাসের কলমে।
ব্যস্ততা, আলস্য প্রেয়সীর প্যানপ্যান
সাধ্য কার? আজ তাঁরে রোখে! B:-)

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫০

বাকপ্রবাস বলেছেন: হা হাা হা হা শ্রদ্ধা, ভালবাসা ধন্যবাদ সব রইল বড় ভাই এর পাতে
আমরা যারা চুনোপুটি লেখার আগেই নিই ছুটি ভাগ বসাবনা তাতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.