নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ত্রিফলা

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

লিমেরিক
-=-=-=-=-
বসতে বসতে গদি দখল ছাড়ছেনা আর মুটকিটা
খুঁটি নাড়ার শতো চেষ্টায় হাপাচ্ছে যেন শুটকিটা
উপায় আছে কী
সেটাইতো ভাবছি
পিঁপড়া হেসে কামড়ে বলে লাল করে দাও পুটকিটা।

তু‌মি যা জি‌নিস গুরু আ‌মি জা‌নি আর কেউ জা‌নেনা
*********************************************
পাঁচ‌শো কো‌টি মে‌রে তি‌নি
‌তিয়াত্তর কো‌টি রিটার্ন দেন
ধর্ম আসর জ‌মি‌য়ে দি‌তে
নর্ত‌কি এ‌নে না‌চি‌য়ে নেন।

টক‌শো‌তে ব‌সে তি‌নি
জ‌ঙ্গি রোধক ব‌টিকা দেন
বছর বছর বি‌দেশ সফর
‌চৌদ্দ গোষ্ঠী স‌ঙ্গে নেন।

এরাই জা‌তির ধর্মগুরু
ধর্ম কর্ম শিক্ষা দেন
মান‌লে থাকুন নই‌লে আসুন
পা‌ক পাস‌পোর্ট সঙ্গে নেন।


এ জীবন রাখার চেয়ে বেঁচে থাকা অনেক ভাল
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
সুমিকে না পেলে আরিফ খাবে বিষ
আমাকেও একটু দিস
ভেজালের দুনিয়ায়
প্রেম নাই প্রেম নাই
বিষেও ভেজাল ভাই
যতো খাই মজা পাই
লাগলে তোর একটু চেয়ে নিস।
আরিফ খাবে আমি খাবো খেতেও পারে বিলকিস!!

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০

সাইন বোর্ড বলেছেন: বাস্তবতার চমৎকার ছন্দময় কাব্যিক রূপায়ন ।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৮

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুব করে ধন্যবাদ জানিয়ে রাখলূম

২| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা কি চমত্কার-

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭

বাকপ্রবাস বলেছেন: এক সাগর ধন্যবাদ রইল কিন্তু

৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনবদ্য !

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৪

বাকপ্রবাস বলেছেন: ভালবাসা জানবেন সৌরভ ভাই

৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৪

রুমী ইয়াসমীন বলেছেন: ছন্দে ছন্দে অতি সত্য বাস্তব কথন পড়ে ভালো লাগলো।
অনেক সুন্দর করে লিখেছেন।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৯

বাকপ্রবাস বলেছেন: আপু। ধন্যবাদ জানবেন খুব করে।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯

কনফুসিয়াস বলেছেন: বিষে বিষে ছড়াছড়ি, বিষ নিয়ে কারসাজি।
মামুলি আদমি আমি, এত কিছু না বুজি।

মন্ত্রনালয়ের আমলাগুলি সব, খা্চ্ছে ফ্রান্সের আটা-ময়দা, সুজি
তাইতো তারা দেখছেনা বাংলার কৃষকের হাড় ভাঙা পুঁজি।

মামুলি আদমি আমি, বুজিনা পিয়াজের কারসাজি
কিছু পশু সব নিচ্ছে চুষে, পিয়াজ আর লবণ দেখিয়ে।

মামুলি চেষ্টা, শুরু করতে চাই প্রতিবাদ। আপনার যুগোপুযোগী এবং সুন্দর বচনের জন্য আন্তরিক প্রশংসা।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১১

বাকপ্রবাস বলেছেন: আবেগ জড়িত কমেন্ট এর জন্য খুবই ধন্যবাদ জানবেন প্রিয়

৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪০

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা...

সুখপাঠ্য উপস্থাপন।

২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১১

বাকপ্রবাস বলেছেন: ভালবাসা

৭| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩২

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩২

বাকপ্রবাস বলেছেন: এবং খুব করে ধন্যবাদ জানবেন আপি

৮| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: সুমি কে?? তাকে না পেলে কে বিষ খাবে?
যে বিষ খাবে ওকে লাঠি দিয়ে এক ঘন্টা পিটানো উচিত।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪

বাকপ্রবাস বলেছেন: কে, কী খাবে, কেন খাবে কিছুই জানিনা, তবে পিটানোর সময় সঙ্গে নিয়েন, সেটাতে মজা আছে, জুইত করে পিটামু

৯| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মুটকিকে ধরতে
শুটরিক কি যে চেষ্টা
শুটকির কান্ডে দেখে
মুটকির পায় তেষ্টা।

দারুণ হয়ে ছন্দে ছন্দে কাব্য।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬

বাকপ্রবাস বলেছেন: মুটকি শুধু খাইখাই
খেয়ে বলে খাইনাই
শুটকি কিছু পায়না
অভাবের দিন যায়না

১০| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৮

নজসু বলেছেন:




অনেকদিন পর প্রিয় ছড়াকারের লেখা পাঠ করলাম।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭

বাকপ্রবাস বলেছেন: কেমন আছেন? আমারও আপনাদের উষ্ণ ভালবাসা পেয়ে ভাল লাগছে, তায় ভাবছি এভাবে থেকে থেকে থেমে গিয়ে ফিরে আসলে সবার উষ্ণ ভালবাসা পাওয়া যাবে হা হা হা

১১| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫

নীল আকাশ বলেছেন: নজসু বলেছেন: অনেকদিন পর প্রিয় ছড়াকারের লেখা পাঠ করলাম। স হ মত।
দুই মেয়ে কেমন আছে ভাই?
এভাবে দিনে দুপুরে কাপড় খুলে দিলে হবে? অবশ্য খুলে দিলেও অসুবিধা নেই। এদের তো লজ্জা শরমই নাই!

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮

বাকপ্রবাস বলেছেন: ওরা খুব ফুর্তিতে আছে, কারণ আমি দেশে যাচ্ছি, উমামা লিষ্ট দিয়েছে, যদিও সব ওর জন্য না, ঘরের জন্য, যেমন ঘরের পর্দা লাগবে এটা সেটা। উমায়রা অপেক্ষা করছে কবে যাব, ওর খেলনা কখন পাবে তর সইছেনা।

কাপড় খুলতে পেরে মজা লাগছে, টান দিয়েছিলাম কাপড় খুলেছে কিনা বুঝতে পারিনাই, আপনি যখন বললেন মানতেই হয় খুলেছে।

১২| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

ইসিয়াক বলেছেন: ছন্দে ছন্দে বাস্তব সত্য ।
ভালো লেগেছে।

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন কিন্তু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.