নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

আমাদের জগৎ

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩


ঠেং দু'টো উচু করে হেঁটে দেখো রোজ
পেয়ে যাবে অন্য এক জগতের খোঁজ।
সেখানে সবাই মিলে উল্টো করে চলে
হা করে থাকো যদি দেবে কান মলে।

রাতদিন হৈচৈ খেলে তারা মাঠে
স্কুলে যায় আসে নেই মন পাঠে।
তবু তারা পরীক্ষাতে খাতা ভরে লেখে
গামছায় বেঁধে চোখ হাঁটিহাঁটি শেখে।

ভেবেছেকা খেলে নাকি ভাবো কী বসে?
ঠাসঠাস দুই কানে দেবো চড় কষে।
ঘাড় ধরে চুল টেনে দেবো এক ল্যাং
এখনো সময় আছে তুলে দে ঠ্যাং।



মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ভয়াবহ অবস্থা।

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫

বাকপ্রবাস বলেছেন: কিছুটা বটেই, ঠ্যাং তুলে চলা বেশ মুশকিল।

২| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার তো !

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ নেবেন স্বপ্নবাজ

৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩

ইসিয়াক বলেছেন: সুন্দর

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫

বাকপ্রবাস বলেছেন: এবং ধন্যবাদ জানবেন খুব করে

৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১১

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন আপি

৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬

হাবিব বলেছেন: আপনি কি সেই জগতে আছেন এখন?

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০

বাকপ্রবাস বলেছেন: আমার কেবল উড়তে ইচ্ছে করে, একা না, আমার গাড়িটা সহ, মনে হয় জোরে চালিয়ে প্লেইন এর মতো উপরে উঠে যাই

৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১

বাকপ্রবাস বলেছেন: এবং খুব করে ধন্যবাদ জানবেন আপু

৭| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: ভীষন মজার।

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১

বাকপ্রবাস বলেছেন: ছোটবেলা মানেই মজা

৮| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক মুগ্ধতার কবিতা- চমৎকার লিখেছেন.....

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১

বাকপ্রবাস বলেছেন: আপনি লিখে যান রেল গাড়ির মতো, আমরা শুধু তালে তালে পড়ে যাবো।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


আপনার পরিচিত ব্লগারের সংখ্যা বেড়েছে, যা লেখেন, তা 'ই 'চমৎকার' হয়ে যাচ্ছে

৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০১

বাকপ্রবাস বলেছেন: আপনার মতো সমালোচক পেলে লেখার মান বাড়ানোর তাগিদ থাকে

১০| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ২:০৬

সোহানী বলেছেন: হাহাহাহা............ এইটা কি বললেন!!!!

৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০১

বাকপ্রবাস বলেছেন: ছোটদের জগততো তায় একটু উল্টপাল্টা হা হা হা

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল একটি মজাদার ছড়া পড়লাম। দারুন লাগল। আমার ভালবাসা নিন।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৩

বাকপ্রবাস বলেছেন: আপনার একজন পাঠক আমি, আপনার লেখা পড়ে আমি শিখতে চেষ্টা করি কিভাবে ছড়ার মেদ কমানো যায়, আপনি অল্প কথায় মূখ্য লেখাটিই লিখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.