| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
আমার শুধু পিঠ চুলকায়
যেখান অব্দি যায়না আমার হাত
আমার শুধু মন দোলখায়
আরো একটু গহীন হলে রাত।
আমার কেবল চেষ্টা থাকে
হাত আঙ্গুল শাসনে আমার পিঠ
ইচ্ছে হলেই পিঠের বাঁকে
যেখানে খুশি চুলকিয়ে নেব ঠিক।
অবশেষে হয়না কিছুই, বৃথা চেষ্টা
কসরত করে হাল ছাড়িনি তবে
তবুও আমার কেবল বাড়ে তেষ্টা
তুমি আমার পিঠ চুলকানি হবে?
 
০৩ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:০৮
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন স্বপ্নবাজ
২| 
০৩ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে ভাইয়া
শুভকামনা
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:০৫
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন আপু
৩| 
০৩ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৪
নার্গিস জামান বলেছেন: খুব ভালো লেগেছে ![]()
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:০৬
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন আপু
৪| 
০৩ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:১০
হাবিব বলেছেন: দেশে আসবেন কবে মিতাজি?
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:০৬
বাকপ্রবাস বলেছেন: দিস মান্থ ইনশোআল্লাহ
৫| 
০৩ রা ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:০৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:০৬
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন বড় ভাই
৬| 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:০৮
হাবিব  বলেছেন: ব্লগ ডে তে আসবেন??
 
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:২৩
বাকপ্রবাস বলেছেন: কখন? সম্ভবনা একটু কম, অনেকদিন পর দেশে যাচ্ছি, পরিবারকে সময় দিতে হবে। ঢাকায় আপন রিলেটিভ না থাকাতে কম যাওয়া হয়।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৪৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হা হা হা। খুব মজা পেলাম। ++