নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

বৃক্ষ

১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪


বৃক্ষরা ছায়া দেয়, ফুল দেয়, ফল
উড়ে এসে ডালে বসে পাখীদের দল।

রাত নেই, দিন নেই, ঠাঁই দাঁড়িয়ে
কোথাও যায়না সে মাঠ ছাড়িয়ে।

অক্সিজেন যোগান দেয় মানবের তরে
রোদ বৃষ্টি সয়ে যায় পুড়েনা সে জ্বরে।

মাটির নিচে তার শেকড়ের টান
বৃক্ষদের প্রেম খাঁটি নাই কোন ভান।

ঋতুর বদলে তার বদলায় রং
রঙ্গের বাহার দেখে নেচে উঠে মন।

নিজের জীবন যেন পরের তরে
বৃক্ষকে ভাল বাসুন আপন করে।

-=-=-==-=-=-=-=-=-=-=-=-=
ছবিতে বৃক্ষ আমার বাবা, অপেক্ষমান চট্টগ্রাম বিমান বন্দরে, মাস দুয়েক আগে আমার ছোট বোন দেশে ফেরার সময়।


মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার বাবার প্রতি রইলো অনেক অনেক শ্রদ্বা ও ভালোবাসা।

১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুব করে ধন্যবাদ

২| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: প্রথমেই ছবিটা দেখেই মনে হয়েছে এটা আপনার বাবা।

১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

বাকপ্রবাস বলেছেন: হুম, বাবাকে নিয়ে লেখা, তায় ওনার ছবি দিলাম

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

ইসিয়াক বলেছেন: আপনার বাবার প্রতি রইলো আমার অনেক অনেক শ্রদ্বা, ভালোবাসা ও সালাম।

১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকেও ধন্যবাদ খুব করে

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শ্রদ্ধা পৌঁছে দিয়েন।
আপনার চমৎকার কবিতায় ++

১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

বাকপ্রবাস বলেছেন: এবং ধন্যবাদ খুব করে

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১

বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুব করে ধন্যবাদ আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.