| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আরেকটু শীত বাড়লে আমি 
আরেকটি লেপ জড়াবো গায়
অপিষে আজ যাচ্ছিনা আর
করছিনা ব্র্যাক ফাষ্টটাই।
শুনছিনা আজ কারো কথা
যাচ্ছিনা আজ বাজারে
অঘোষিত ছুটি আজ
হচ্ছি মনের রাজা রে।
কুসুম কুসুম ওমের মাঝে
হচ্ছেনা আজ গোসলটাও
নিচ্ছিনা আজ কারো খবর
হায় হ্যালো কুশল তাও। 
কালকে না'হয় যুদ্ধ আবার
কফিয়ত আর জমানো কাজ
আজকে আমি শীতে কাবু
লেপ তোষকেই কাটুক আজ। 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৫৭
বাকপ্রবাস বলেছেন: মোবাইল থেকে রিপ্লাই দেয়া যায় কিনা জানিনা, যতবারই রিপ্লাই দিই সেটা কমেন্ট হয়ে যায়। তায় রিপ্লাই দিতে দেরী হয়ে যায়, ওদিকে শিতের লেপমুড়িতো আছেই
২| 
২৯ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৫৫
নজসু বলেছেন: 
দারুণ। 
প্রথম তিন লাইনের প্রথম তিনটি শব্দ অন্য রকম মনে হলো।
 
৩১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৫৮
বাকপ্রবাস বলেছেন: কী জানি, আমিতো অতো ভেবে লিখিনা, জাষ্ট একটু ছন্দ তাল দেয়ার চেষ্টা করি
৩| 
২৯ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:০০
নীল আকাশ বলেছেন: ইচ্ছে করেই কি অন্য বানানে কিছু শব্দ লিখেছেন? 
দেশে নাকি? শীত তো কাবু করে ফেলেছে আপনাকে। 
 
৩১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৫৯
বাকপ্রবাস বলেছেন: আমি বানানে মারাত্তক দূর্বল, দেশেই আছি, শীতে কাবু বলা যায়।
৪| 
২৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আরামে কাটুক সময়গুলো
 
৩১ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ১২:০০
বাকপ্রবাস বলেছেন: হা হা হা ঠিক তায়, ছুটির আমেজ সাথে শীত বোনাস
৫| 
২৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:২৭
নার্গিস জামান বলেছেন: অনেক সুন্দর ![]()
 
৩১ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:০১
বাকপ্রবাস বলেছেন: ঠান্ডা ঠান্ডা কুল কুল ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: লেপ তোষক আরাম আয়েশ সব বাদ। কাজ আগে। সবার আগে কাজ।