| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

পড়ালেখা ভাল লাগেনা 
কঠিন লাগে সব
মা'যে আমার রান্নাঘরে
বাবায় করে জব।
আমি তখন চুপিচুপি
কার্টুন দেখি ট্যাবে
আপুটারও হিংসে বেশী
টেনে কেড়ে নেবে।
ভাল লাগে খেলতে আমার
ছিড়তে বইয়ের পাতা
চাচ্চু আমায় গিফ্ট করেছে
ঝড় বৃষ্টির ছাতা।
বলল মামা খেলনা দেবে
পড়ি যদি অল্প 
খালামুনি শুনিয়ে গেল
পড়ালেখার গল্প।
ভাবছি আমি পড়বো তবে
খেলনা চাই আরো
খেলনা নিয়ে বেড়াতে এসো
যে যত্ত পারো। 
 
০৮ ই জানুয়ারি, ২০২০  দুপুর ১:০১
বাকপ্রবাস বলেছেন: হুম আপনার ছড়াটা খুব সুন্দর ছিল
২| 
০৮ ই জানুয়ারি, ২০২০  দুপুর ১২:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খেলনা চাই আরো
খেলনা নিয়ে বেড়াতে এসো
যে যত্ত পারো।
.....................................................
আমি আসতে চাই
আবারও শিশু হতে চাই,
অমন সুন্দর জীবন আর তো পাব না ।
 
 
০৮ ই জানুয়ারি, ২০২০  দুপুর ১:০৫
বাকপ্রবাস বলেছেন: শিশুকাল শিশুকাল তুমি মিষ্টি  ঝাল
ইচ্ছে  করে ফিরে গিয়ে কাটাই কিছু কাল
৩| 
০৮ ই জানুয়ারি, ২০২০  দুপুর ১:০০
হাবিব বলেছেন: একছন শিশুর ভাবনা দারুণ ভাবে ফুটে উঠেছে এই ছড়ায়
 
০৮ ই জানুয়ারি, ২০২০  দুপুর ১:০৬
বাকপ্রবাস বলেছেন: আপনার লেখাটা বড় তায় ভয়ে পড়া হয়নি
৪| 
০৮ ই জানুয়ারি, ২০২০  দুপুর ১:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক আছে, একগাট্টি খেলনা নিয়া আসবো নে ![]()
মজার ছড়া
আব্বা বলেন পড়রে সোনা
আব্বু বলেন কাজে যা
তারা কি কেউ জানে আমার
অ্যান্ড্রোয়েডের মাজেজা?  ![]()
 
০৮ ই জানুয়ারি, ২০২০  রাত ১০:৩৩
বাকপ্রবাস বলেছেন: মাজেজা বুঝবে কী আর করাতে চায় জাদেজা
৫| 
০৮ ই জানুয়ারি, ২০২০  দুপুর ১:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
আম্মা বলেন পড়রে সোনা
আব্বু বলেন কাজে যা
তারা কি কেউ জানে আমার
অ্যান্ড্রোয়েডের মাজেজা?  ![]()
 
০৮ ই জানুয়ারি, ২০২০  রাত ১০:৩৬
বাকপ্রবাস বলেছেন: বুঝেনাতো বুঝেনা বুঝে শুধু পড়া
আমার কেবল ভাল লাগে 
লেখতে পড়তে ছড়া
৬| 
০৮ ই জানুয়ারি, ২০২০  দুপুর ১:২৮
রেযা খান বলেছেন: ভালো লাগলো..
 
০৮ ই জানুয়ারি, ২০২০  রাত ১০:৩৭
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে খুব করে ধন্যবাদ
৭| 
০৮ ই জানুয়ারি, ২০২০  দুপুর ১:৩৫
টি ইউ রিয়াদ বলেছেন: অসাধারণ! ভালো লাগলো
 
০৮ ই জানুয়ারি, ২০২০  রাত ১০:৩৮
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল কিন্তু
৮| 
০৮ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৪৯
নীল আকাশ বলেছেন: সব বাচ্চাদেরই একই সাধ!
 
০৮ ই জানুয়ারি, ২০২০  রাত ১০:৩৯
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানিয়ে রাখলাম
৯| 
০৮ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০১
রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।
 
০৮ ই জানুয়ারি, ২০২০  রাত ১০:৩৯
বাকপ্রবাস বলেছেন: এবং ধন্যবাদ খুব করে
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০২০  দুপুর ১২:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। আমিও এমন একটা লিখেছিলাম
পোস্ট দিয়েছিলাম ব্লগে গতকাল