নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনিক ভাবনা

১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৪

একটা কুকুরকে আরেকটা কুকুর পেছন থেকে কামড়িয়ে দিল
কামড় খাওয়া কুকুরটা সামলে নিয়ে ঘুরে দাঁড়াল
এবার প্রতিশোধ এর পালা, কিন্তু পারলনা, আবার কামড় খেলো
কামড়া কামড়ি চলছে কিন্তু বেশিক্ষণ পারলনা, হার মানতে হলো
এবার পালাতে হবে কিন্তু এভাবে হেরে দৌঁড়ে পালাবে তাও পারছেনা
একেবারে ভৌ দৌঁড় দেয়াটা ইজ্জতের ব্যাপার কিংবা অন্যকিছুর ভয়
তায় ঘেউ বলে দু'কুদম গিয়ে আবার পেছনে ফিরে তাকায়
না অপর কুকুরটা দাঁড়িয়ে আছে, আক্রমণ করবে বলে তেড়ে আসেনি
এবার কুকুরটা আরো দু'কদম গিয়ে পেছনে ফিরে আবার ঘেউ করে উঠলো
এভাবে যেতে যেতে পেছনে ফিরে তাকায় আর ঘেউ করতে করতে কুকুরটা এলাকা ছাড়া।




মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৪

একাল-সেকাল বলেছেন:
নির্বাচন এখন বাচ্চার নাম রাখার সময় বাবা মায়ের কবুল বলার মতই হাস্যকর

১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৬

বাকপ্রবাস বলেছেন: বিএনপিকে হয়তো হুমকি দিয়ে রেখেছে, অংশ গ্রহণ না করলে খবর আছে

২| ১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: এই নির্বাচনের ফল কি হবে? তা মাই জানি। আওয়ামীলীগ বিপুল ভতে জয়ী হবে। এবং নির্বাচনের দিন সকাল ১২ টার মধ্যে বিএনপি ভোট কারচুপির অভিযোগে নির্বাচন প্রত্যাক্ষান করবে।

১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৮

বাকপ্রবাস বলেছেন: এ এক মহা বিনোদন

৩| ১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমি তো চাই ছয় মাস পরপর যাতে নির্বাচনের ব্যবস্থা করা হয়। নাট্যাভিনেতারা যখন বিনোদন দিতে ব্যর্থ তখন এটাকে তো অন্তত আঁকড়ে ধরা উচিৎ :-B

১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৩

বাকপ্রবাস বলেছেন: খরচটা একটু বেশী হয়ে যাবেনা? কম খরচে মিরাক্কাল করা যায়

৪| ১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০০

একাল-সেকাল বলেছেন:
নির্বাচনের এসিড টেস্টের ফল হতে পারে উন্নয়ন আকৃষ্ট করেছে, আরেকটা হতে পারে নির্বাচনের সংজ্ঞা পরিবর্তিত হয়ে গেছে

চট্টগ্রাম-৮ আসনে জিতল নৌকা, ভোটের হার ২৩%। ভোটার হচ্ছে ৪ লাখ ৭৪ হাজার ৪শ' ৮৫।
দীর্ঘ ৪৭ বছর পরেই আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ সংসদ সদস্য হয়েছেন।
এর আগে ১৯৭৩ সালের ৭ মার্চ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনে (তৎকালীন চট্টগ্রাম-৭ আসন) এমএ মান্নান নির্বাচিত হন। এরপর থেকেই বিএনপি এবং জোট-মহাজোটের প্রার্থীরা বিভিন্ন সময় জয়ী হয়েছিলেন।
জাসদের মইনুদ্দিন খান বাদলের মৃত্যুতে এই আসন টি খালি হয়।

১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৪

বাকপ্রবাস বলেছেন: গণতন্ত্রিক নির্বাচনকে হালুয়া বানায়া ফেলসে

৫| ১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:



প্রার্থী দেয়া নিয়ে বিএনপি সম্পর্কে আপনার মতামত কি?

১৪ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২০

বাকপ্রবাস বলেছেন: বিএনপি এখন রাজনীতি করছেনা। আগেও করেনি। রাজনীতিকে ওরা ব্যাবসা হিসেবে নিয়েছিল, বর্তমান বিএনপি লীগ এরই একটা অংশ। ওরা নির্বাচনে অংশ নিচ্ছে বৈধতা দেয়ার জন্য, না হলে ওদের পেট ও পিঠ কিছুই থাকবে না। পিটিয়ে তক্তা বানাবে সরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.