| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
পড়তে বললে মুখে ব্যাথা
লিখতে বললে হাত
সকাল গেল তায়রে নায়রে
পড়বে সন্ধ্যে রাত। 
বাংলাটা সে পড়বেনা আজ
অংকটাও থাক
ইংরেজীটা পড়বে তবে 
লোডশেডিংটা যাক।
লাগলে খিদে যায়কি পড়া
কিংবা পেলে ঘুম!
তায়তো খুকির হয়নি পড়া
শনি রবি সোম। 
মঙ্গল বুধটা পার হলেই 
বৃহষ্পতি আসে
শুক্রবারের ছুটির দিনটা
খুশির জোয়ারে ভাসে।
 
 
১৬ ই জানুয়ারি, ২০২০  সকাল ১১:১৯
বাকপ্রবাস বলেছেন: কাল পড়াতে বসলাম, বলে মুখে ব্যাথা,সেটা শুনে ছড়াটা লেখা
২| 
১৬ ই জানুয়ারি, ২০২০  সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: খুকি ভালো থাকুক।
 
১৬ ই জানুয়ারি, ২০২০  সকাল ১১:১৯
বাকপ্রবাস বলেছেন: আমিন
৩| 
১৬ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:০৯
হাবিব বলেছেন: দেশে আসছেন কবে?
 
১৬ ই জানুয়ারি, ২০২০  সকাল ১১:২১
বাকপ্রবাস বলেছেন: যাবার টাইম হল, গত মাসের ২০ তারিখ আসলাম
৪| 
১৬ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৪:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছড়া
 
১৯ শে জানুয়ারি, ২০২০  সকাল ৮:৫১
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন আপু
৫| 
১৬ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:৩২
ইসিয়াক বলেছেন: খুব মিষ্টি একটা ছড়া।
ছোট্ট আম্মুদের জন্য শুভকামনা ও অনেক দোয়া রইলো। ওরা আপনাকে ছেড়ে কিভাবে থাকবে আর 
ওদের ছেড়ে আপনি ই বা কি করে থাকবেন বিদেশে ? ভাবতেই আমার খারাপ লাগছে। 
ধন্যবাদ
 
১৯ শে জানুয়ারি, ২০২০  সকাল ৮:৫৩
বাকপ্রবাস বলেছেন: ছোটটা তো পেছনে লেগে আছে, গোসল করাই দাও, খাইয়ে দাও, চুল আচড়াই দাও, কোথাও যাওয়া যাবেনা ওকে ফেলে ইত্যাদি, আব্বুু বিদেশ যাবেনা, কেউ যদি বলে চলে যাবে তাহলে কান্না।
৬| 
১৬ ই জানুয়ারি, ২০২০  রাত ৮:৪১
নূর আলম হিরণ বলেছেন: দারুন ছড়া।
 
১৯ শে জানুয়ারি, ২০২০  সকাল ৮:৫৪
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন কিন্তু
৭| 
১৭ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: অম্লমধুর শৈশব। ছড়ায় ভালো লাগা।
 
১৯ শে জানুয়ারি, ২০২০  সকাল ৮:৫৪
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন সাধু ভাই
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০২০  সকাল ৯:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাচ্চাদের হুবহু বৈশিষ্ট্য তুলে ধরেছেন ছড়ায়। সুন্দর লিখেছেন।