নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ক‌রোনা যেখা‌নে থম‌কে আ‌ছে

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩৫


ক‌রোনা ভাইরাস আস‌লো দে‌শে
অবাক চো‌খে দে‌খে
‌দেখ‌তে দেখ‌তে শেখার আ‌ছে
‌সেও কিছু শে‌খে।

‌বি‌শ্বে বন্ধ স্কু‌ল, ক‌লেজ
মস‌জিদ মা‌র্কেট সব
বাংলা‌দে‌শে আতশবা‌জির
বর্ষ উৎসব।

চল‌ছে ঠিকই ওয়াজ মাহ‌ফিল
পর্যট‌কের ঢ‌লে
সমুদ্র হাওয়া গা‌য়ে মে‌খে
‌রোদ্রস্নান জ‌লে।

অবাক চো‌খে ক‌রোনা ভাইরাস
ব‌লে হে মাবুদ!
বীর বাঙ্গালী ড‌রেনা কভু
‌চেতনায় থা‌কে বুদ।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর আর কবিতার ভাষায় যা তুলে ধরা হয়েছে। এটা আমাদের দেশ সব কিছু সম্ভবের দেশ। নিজে বিপদে পড়ে সবাইকে বিপদে ফেলা আমাদের অভ্যাস :(

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৪

বাকপ্রবাস বলেছেন: জাতি হিসেবে আমরা ছাগল প্রকৃতির

২| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



বর্তমান বিশ্বের ষ্ট্যানডার্ডে মাপলে, আমাদের এটা জাতি নয়, স্হায়ী যাযাবরের বিশাল দল

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৪

বাকপ্রবাস বলেছেন: আমাদের মগজ আসলেই ঠুনকো, জাস্ট বাতাস

৩| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০১

ঢাবিয়ান বলেছেন: আতসবাজীতে কেমন খরচ হইল এইটার হিসাব জানা গেলে ভাল হইত।

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৮

বাকপ্রবাস বলেছেন: দাদার দেশ থেকে আসছে, দাদা মাগনাও দিতে পারে কিংবা ডাবল ও হতে পারে, এসব বিষয় জানতে চাইলে সোজা ফাকিস্তানের টিকেট

৪| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: জরুরী ব্যবস্থাগুলো দ্রুত নেয়া উচিত। নাহলে মহাবিপদ আসন্ন। করোনা রাজা প্রজা কাউকে ছাড় দিচ্ছেনা।

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২১

বাকপ্রবাস বলেছেন: আমরা মরার পরে জাগি, তার আগে তারা গুণি

৫| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: এইসব আয়োজন যারা করছে, এঁদের মাথায় গোবর ছাড়া কিছু আছে কি না সন্দেহ। এদের নোংরা ভাষায় গালাগাল দিতে ইচ্ছে করে।


ফি আমানিল্লাহ, বলে চুপকরে ঘরে বসে থাকা ছাড়া আমাদের কিছু করার নেই।

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৮

বাকপ্রবাস বলেছেন: গোবর এর সাথে গোবর পোকাও কিলবিল করছে

৬| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪২

ব্লগার_প্রান্ত বলেছেন: গতকাল খুব বাজে একটা অভিজ্ঞতা হলো। হঠাৎ রাত ১২:৫০ মিনিটে হাতিরঝিলে আতশ ফাটানো হয়।
মানুষতো বটেই, এলাকার কুকুরগুলোও ভয় পেয়ে গিয়েছিলো। একটা পোষ্ট দিবো কিনা ভাবছি।
আপনি সাবধানে থাকবেন। ধন্যবাদ।

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৮

বাকপ্রবাস বলেছেন: বাকস্বাধীনতার দেশে
চুপ থাকা চায় হেসে

৭| ১৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

নেওয়াজ আলি বলেছেন: একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।

২০ শে মার্চ, ২০২০ ভোর ৫:২৬

বাকপ্রবাস বলেছেন: আমাদেরও সচেতন হতে হবে, ভয় হয় গোটা বিশ্ব অচল হবার জোগাড়

৮| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৪৭

করুণাধারা বলেছেন: এত ভিড় দেখে করোনা থমকে আছে...
বরাবরের মতই চমৎকার, ++++

২০ শে মার্চ, ২০২০ ভোর ৫:২৭

বাকপ্রবাস বলেছেন: করোনা হাসতে হাসতে করুণা করে নাও আসতে পারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.