নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাতে নিয়ে চাবি
পাশের বাসার ভাবি
গল্প করতে এসে
জড়িয়ে ধরে ঠেসে।
দিয়ে বেঢপ হাচি
বলল কেমন আছি?
ছিলাম ভালই, তবে
করোনা যাবে কবে?
সারাটা ঘর চষে
ভাবি সোফায় বসে
গল্প দিলেন জুড়ে
যাচ্ছে মাথা ঘুরে।
ঘন্টা খানেক বাদে
যেতে হবে ছাদে
শুনতেই ভাবি, রেগে
গেলেন যেন ভেগে।
গেলেন আরেক বাসায়
গল্প করার আশায়
করোনার এমন খাচি
কম আসলেই বাঁচি।
২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানিয়ে রাখলুম
২| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: বাহ!!
২২ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৩
বাকপ্রবাস বলেছেন: সকালে জনৈকা পোষ্ট দিয়েছিল ভাবি বিড়ম্বনার ব্যাপারটা, আমি জাষ্ট ছন্দে মেরে দিয়েছি
৩| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩১
নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর লিখনশৈলি ।
২২ শে মার্চ, ২০২০ রাত ১১:৪০
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ রইল কিন্তু আলী ভাই
৪| ২২ শে মার্চ, ২০২০ রাত ৮:২০
পদাতিক চৌধুরি বলেছেন: খাশা হয়েছে করোনা উপলক্ষে ভাবি সমাচার।
২৩ শে মার্চ, ২০২০ রাত ১২:০১
বাকপ্রবাস বলেছেন: হুম, ভাবিদের অফুরন্ত সময় তায় সর্দি কাশী নিয়েও গালগপ্প করা চাই
৫| ২২ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৮
করুণাধারা বলেছেন: দারুন! এমন এক ভাবীকে আমিও চিনি!
২৩ শে মার্চ, ২০২০ রাত ১২:০২
বাকপ্রবাস বলেছেন: থাকেইতো আশেপাশে হরহামেশা হা হা হা
৬| ২২ শে মার্চ, ২০২০ রাত ৯:৫১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের উত্তর দেওয়ার জন্য।
২৩ শে মার্চ, ২০২০ রাত ১২:০৩
বাকপ্রবাস বলেছেন: হা হা হা উত্তর দিতে লেইট করি
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫৫
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।